কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার ভেতরে থাকা তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন। তাঁরা হলেন শারাফাত ও দুই কিশোর। তবে তাঁদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে।
এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে ফেলেন।
তখন ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা লাগিয়ে রাখা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী তখন জানায়, ভবনের ভেতরে কী সংখ্যক ডাকাত রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী, তা নির্ণয়ের চেষ্টা চলছে। ঘটনাস্থলে বিশৃঙ্খলা রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ আজকের পত্রিকাকে বলেন, ‘ডাকাত দলের সদস্যদের হাতে অস্ত্র আছে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তার কথা চিন্তা করে অভিযানে না গিয়ে প্রথমে তাঁদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে।’
বিকেলে ঢাকা রেঞ্জ ডিআইজি আওলাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রূপালী ব্যাংকে ঢুকে পড়া ডাকাতেরা দুটি শর্ত জুড়ে দিয়েছিল। একটি হলো—লুটকৃত ১৫ লাখ টাকা তারা নিতে চায়, অপরটি তাদের নিরাপদ স্থানে ছেড়ে দিতে হবে। তাদের দাবিগুলো মেনে নিয়ে নেগোসিয়েশনের চেষ্টা করা হচ্ছে।’
পরে ব্যাংকের ভেতরে থাকা তিন ডাকাত আত্মসমর্পণ করেন। এরপর সাড়ে ৫টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়িতে ডাকাতদের নিয়ে যাওয়া হয়।
অভিযান শেষে র্যাব-১০–এর অধিনায়ক গণমাধ্যমকে বলেন, তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছেন এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত রয়েছে।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার ভেতরে থাকা তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন। তাঁরা হলেন শারাফাত ও দুই কিশোর। তবে তাঁদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে।
এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে ফেলেন।
তখন ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা লাগিয়ে রাখা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী তখন জানায়, ভবনের ভেতরে কী সংখ্যক ডাকাত রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী, তা নির্ণয়ের চেষ্টা চলছে। ঘটনাস্থলে বিশৃঙ্খলা রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ আজকের পত্রিকাকে বলেন, ‘ডাকাত দলের সদস্যদের হাতে অস্ত্র আছে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তার কথা চিন্তা করে অভিযানে না গিয়ে প্রথমে তাঁদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে।’
বিকেলে ঢাকা রেঞ্জ ডিআইজি আওলাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রূপালী ব্যাংকে ঢুকে পড়া ডাকাতেরা দুটি শর্ত জুড়ে দিয়েছিল। একটি হলো—লুটকৃত ১৫ লাখ টাকা তারা নিতে চায়, অপরটি তাদের নিরাপদ স্থানে ছেড়ে দিতে হবে। তাদের দাবিগুলো মেনে নিয়ে নেগোসিয়েশনের চেষ্টা করা হচ্ছে।’
পরে ব্যাংকের ভেতরে থাকা তিন ডাকাত আত্মসমর্পণ করেন। এরপর সাড়ে ৫টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়িতে ডাকাতদের নিয়ে যাওয়া হয়।
অভিযান শেষে র্যাব-১০–এর অধিনায়ক গণমাধ্যমকে বলেন, তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছেন এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত রয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। রোববার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১৫ মিনিট আগেপটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির এক দশকে অর্থ বরাদ্দ ৫৪৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হয়েছে বর্ধিত মেয়াদও। তবু কাজ শেষ হয়নি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের নদ-নদীর পানি বেড়েছে; বিশেষ করে তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় রংপুর বিভাগের অন্তত চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড
৫ ঘণ্টা আগেরাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। বিষণ্নতায় ভুগছেন তাঁরা। গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে