Ajker Patrika

ফেরি বন্ধ থাকায় আসতে পারল না ফায়ার সার্ভিস, ৪ বাড়ি পুড়ে ছাই

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৭: ৫০
ফেরি বন্ধ থাকায় আসতে পারল না ফায়ার সার্ভিস, ৪ বাড়ি পুড়ে ছাই

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি বসতবাড়ি। স্বর্ণালংকার, আসবাবপত্র ও নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

আজ মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার গোপদিঘী ইউনিয়নের শরীফপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। শরীফপুর গ্রামের দারোগা আলীর ছেলে বিপুল মিয়া, জুটেল মিয়া, ফয়সাল মিয়ার চারটি বসতঘর, গোয়ালঘর, নগদ টাকা, টেলিভিশন, ফ্রিজ ও আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক খুঁটি এবং আরও দুটি ঘর।

আগুন লাগার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেও মিঠামইন ফায়ার সার্ভিসের সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পরে গ্রামের মসজিদে ঘোষণা দিয়ে গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ কারণে ক্ষতির পরিমাণ বেড়েছে।

ফায়ার সার্ভিস না আসায় চারটি বসতঘরের সব পুড়ে ছাইস্থানীয় বাসিন্দা সাংবাদিক হারুনুর রশিদ বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন করি। সাড়া না পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।’

এ ব্যাপারে জানতে চাইলে মিঠামইন ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মো. আফসার উদ্দিন বলেন, ‘কল পেয়ে আমরা ফেরিঘাটে গিয়েছি। কিন্তু তখন ফেরি বন্ধ থাকায় যেতে পারিনি। পরে খবর পেলাম, আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত