Ajker Patrika

গ্রিন ইউনিভার্সিটির আয়োজনে ‘এসটিআই’ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রিন ইউনিভার্সিটির আয়োজনে ‘এসটিআই’ সম্মেলন

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার শিক্ষাবিষয়ক ‘এসডিজি-৪’ অর্জনে কার্যকর কৌশল নির্ধারণের অংশ হিসেবে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি। বিশ্বের ৩৫টি দেশের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক এবং নীতিনির্ধারকদের সঙ্গে বাংলাদেশের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করার লক্ষ্যে সম্মেলনটির আয়োজন করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ‘সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি (এসটিআই) ৪.০’ শীর্ষক সম্মেলনটি আগামী ১৭-১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 

আয়োজকেরা জানান, চতুর্থবারের মতো আয়োজিত সম্মেলনে এ বছর বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কাতার, দক্ষিণ কোরিয়া, ডেনমার্ক, ভারত ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে গবেষকেরা অংশ নেবেন। সম্মেলনে উপস্থাপনের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩৭৬টি গবেষণা প্রবন্ধ জমা পড়েছে; যা থেকে ১৩৪টি প্রবন্ধ নির্বাচিত হয়েছে। এ ছাড়া সম্মেলনে বাংলাদেশের প্রেক্ষাপটে মোট ২১টি প্রবন্ধ জমা পড়েছে। এর মধ্যে বাংলা ভাষায় ছয়টি, বাংলা সাইন ল্যাঙ্গুয়েজে দুটি, বাংলা ওসিআরে দুটি, নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কিত চারটি, অনলাইন শিক্ষা সম্পর্কিত দুটি এবং কৃষি, স্বাস্থ্য ও নদী ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে কয়েকটি প্রবন্ধ জমা পড়েছে। 

আয়োজকদের প্রত্যাশা, এসব প্রবন্ধ ভবিষ্যতে জাতীয় জনগুরুত্বপূর্ণ নানা ধরনের কাজে সহায়তা করবে। 

প্রযুক্তির স্থায়ীত্ব কীভাবে বাড়ানো যায়, সম্মেলনে সেটিই আলোচনা করা হবে বলে উল্লেখ করেন সম্মেলনের অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ। তিনি বলেন, ‘বাংলাদেশসহ গোটা বিশ্বে অনেক ধরনের গবেষণা হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই তা শেষ পর্যন্ত কাজে আসে না। এসটিআই সম্মেলনকে প্ল্যাটফর্ম ধরে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।’ 

এসটিআই শুধু সম্মেলন নয়, এটি একটি স্বপ্ন। আন্তর্জাতিক পর্যায়ের এই অনুষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের অঙ্গনে প্রথম সারির সম্মেলন হিসেবে রূপ পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এএসএম শিহাবুদ্দিন। 

আয়োজক কমিটি জানান, সম্মেলনে মূলত তিনটি পৃথক ট্র্যাক প্রাধান্য পাবে। এর মধ্যে রয়েছে—ইন্টেলিজেন্ট কম্পিউটিং, নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি সিস্টেমস; এনার্জি, রোবটিক্স, ইলেকট্রনিকস, সেন্সরস অ্যান্ড কমিউনিকেশন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। 

বিশেষ আয়োজন হিসেবে থাকবে এসটিআই এক্সপো-২০২২। সম্মেলনে উপস্থাপিত মোট তিনটি প্রবন্ধ ও পোস্টার পেপার প্রেজেন্টেশন ‘বেষ্ট পেপার’ হিসেবে নির্বাচিত হবে। পরে বাছাইকৃত সব প্রবন্ধ আইইইই এক্সপ্লোর ডিজিটাল লাইব্রেরিতে স্থান পাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত