Ajker Patrika

ছেলে এসে দেখেন, ঘরে পড়ে আছে মায়ের রক্তাক্ত লাশ

টাঙ্গাইল প্রতিনিধি 
আপডেট : ১৭ মে ২০২৫, ২২: ১৪
ময়নাতদন্তের জন্য উদ্ধার করে নেওয়া হচ্ছে লাশ। ছবি: আজকের পত্রিকা
ময়নাতদন্তের জন্য উদ্ধার করে নেওয়া হচ্ছে লাশ। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের কালিহাতীতে ঘরের মধ্যে এক নারীর রক্তাক্ত লাশ পাওয়া গেছে। পুলিশ আজ শনিবার বিকেলে উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামে রেললাইন-সংলগ্ন ঘর থেকে লাশটি উদ্ধার করে।

নিহত নারীর নাম খোদেজা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আতোয়ার রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, খোদেজার স্বামী আতোয়ার ১০-১২ বছর আগে মারা যান। খোদেজা যমুনা সেতু-জামালপুর রেললাইন-সংলগ্ন নির্জন একটি বাড়িতে একাই বসবাস করতেন। তাঁর পালিত ছেলে আসাদুজ্জামান অন্য জায়গায় থাকেন।

আসাদুজ্জামান জানান, তিনি সর্বশেষ ১৩ মে বাড়িতে এসে মাকে দেখে যান। দুই দিন ধরে মোবাইল ফোনে তাঁকে পাওয়া যাচ্ছিল না। আসাদুজ্জামান শনিবার দুপুরে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ ও সিঁধ কাটা দেখতে পান। পরে দেখেন, তাঁর মা শয়নকক্ষে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। মুখমণ্ডল ও কপালে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তিনি ধারণা করছেন, তাঁর মাকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করা যাবে। তদন্তকাজ চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত