নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পল্লবীর ব্যবসায়ী সাহিনুদ্দিন হত্যা মামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়ালসহ ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তবে এ মামলায় সরাসরি আরও দুই আসামির জড়িত থাকার প্রমাণ মিললেও তাঁরা বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় অভিযোগপত্র থেকে তাঁদের নাম বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
আজ শুক্রবার রাতে পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তরের এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মনির হোসেন অভিযোগপত্রের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, এম এ আউয়াল সরাসরি হত্যার সঙ্গে জড়িত না থাকলেও তিনি সহায়তা করেছেন। হত্যায় অংশ নেওয়াদের উদ্বুদ্ধ করেছেন। তিনি হত্যার পরিকল্পনাকারী।
অভিযোগপত্রে ১৬ জনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন এম এ আওয়াল, মোহাম্মদ তাহের, সুমন ব্যাপারী, মুরাদ, টিটু শেখ ওরফে টিটু, গোলাম কিবরিয়া খান, ইব্রাহিম সুমন ওরফে বাওয়া এমন, শফিকুল ইসলাম ওরফে শফিক, রকি তালুকদার ওরফে রকি, নূর মোহাম্মদ হাসান মোতাইত, ইকবাল হোসেন ওরফে ইকবাল নূর, শরীফ, তরিকুল ইসলাম ওরফে ইমন, তুহিন মিয়া, হারুনূর রশীদ ওয়াকে হারুন ও প্রতীক আহমেদ সজীব। তাঁদের মধ্যে সজীব পলাতক রয়েছেন।
তবে এজাহারনামীয় আসামি দিপু, কালু ওরফে বাবু ওরফে কালা বাবু, জাহিরুল ইসলাম বাবু, মন্জুরুল হাসান বাবু, কামরুজ্জামান, মরন আলী, লিটন, গোলাম রাজ্জাক, শরিফুল ইসলাম, আবুল ও শফিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তাই তাঁদের অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ছাড়া দুই আসামি মানিক মিয়া র্যাবের হাতে ও মনির ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। তাঁদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
২০২১ সালের ১৪ মে মিরপুরের সিরামিক রোডে নিজ বাড়ির সামনে খুন হন সাহিনুদ্দিন। তাঁকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের মা আকলিমা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন। সেই মামলার প্রধান আসামি লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়াল। তাঁকে গ্রেপ্তারের পর র্যাব ও ডিবি জানিয়েছিল, এই হত্যা মামলার অন্যতম মাস্টারমাইন্ড এমপি আউয়াল। তাঁর নির্দেশেই ৩০ লাখ টাকার চুক্তিতে ওই যুবককে হত্যা করা হয়েছিল। পরে এই মামলার ১৭ আসামিকে গ্রেপ্তার করে ডিবি ও র্যাব। তারা এত দিন কারাগারে থাকলেও আউয়ালসহ ১৭ জন জামিনে মুক্তি পান।
হত্যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে জমি নিয়ে দ্বন্দ্ব। এরই জের ধরে এম এ আউয়াল ভাড়াটিয়া কিলার গ্রুপ দিয়ে সাহিনুদ্দিনকে খুনের পরিকল্পনা করেন। মামলাটি প্রথমে ডিবি তদন্ত করে গত বছরের ১৫ ফেব্রুয়ারি ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। তবে বাদী আকলিমা বেগম ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেন। এরপর পিবিআই তদন্ত করে।
তবে পিবিআইয়ের অভিযোগপত্র নিয়ে অসন্তোষ জানিয়েছেন সাহিনুদ্দিনের মা আকলিমা বেগম। তিনি বলেন, ‘মামলাটি ডিবি তদন্ত করে কিছু আসামি বাদ দিয়ে অভিযোগপত্র দেয়। তাতে আমি নারাজি দেই। এরপর পিবিআইকে তদন্ত করার জন্য আবেদন করছিলাম। তারা মামলাটি তদন্ত করছে। তারাও অনেককে বাদ দিয়ে অভিযোগপত্র দিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আমাকে কিছু জানায়নি।’
আরও পড়ুন
পল্লবীর ব্যবসায়ী সাহিনুদ্দিন হত্যা মামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়ালসহ ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তবে এ মামলায় সরাসরি আরও দুই আসামির জড়িত থাকার প্রমাণ মিললেও তাঁরা বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় অভিযোগপত্র থেকে তাঁদের নাম বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
আজ শুক্রবার রাতে পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তরের এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মনির হোসেন অভিযোগপত্রের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, এম এ আউয়াল সরাসরি হত্যার সঙ্গে জড়িত না থাকলেও তিনি সহায়তা করেছেন। হত্যায় অংশ নেওয়াদের উদ্বুদ্ধ করেছেন। তিনি হত্যার পরিকল্পনাকারী।
অভিযোগপত্রে ১৬ জনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন এম এ আওয়াল, মোহাম্মদ তাহের, সুমন ব্যাপারী, মুরাদ, টিটু শেখ ওরফে টিটু, গোলাম কিবরিয়া খান, ইব্রাহিম সুমন ওরফে বাওয়া এমন, শফিকুল ইসলাম ওরফে শফিক, রকি তালুকদার ওরফে রকি, নূর মোহাম্মদ হাসান মোতাইত, ইকবাল হোসেন ওরফে ইকবাল নূর, শরীফ, তরিকুল ইসলাম ওরফে ইমন, তুহিন মিয়া, হারুনূর রশীদ ওয়াকে হারুন ও প্রতীক আহমেদ সজীব। তাঁদের মধ্যে সজীব পলাতক রয়েছেন।
তবে এজাহারনামীয় আসামি দিপু, কালু ওরফে বাবু ওরফে কালা বাবু, জাহিরুল ইসলাম বাবু, মন্জুরুল হাসান বাবু, কামরুজ্জামান, মরন আলী, লিটন, গোলাম রাজ্জাক, শরিফুল ইসলাম, আবুল ও শফিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তাই তাঁদের অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ছাড়া দুই আসামি মানিক মিয়া র্যাবের হাতে ও মনির ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। তাঁদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
২০২১ সালের ১৪ মে মিরপুরের সিরামিক রোডে নিজ বাড়ির সামনে খুন হন সাহিনুদ্দিন। তাঁকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের মা আকলিমা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন। সেই মামলার প্রধান আসামি লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়াল। তাঁকে গ্রেপ্তারের পর র্যাব ও ডিবি জানিয়েছিল, এই হত্যা মামলার অন্যতম মাস্টারমাইন্ড এমপি আউয়াল। তাঁর নির্দেশেই ৩০ লাখ টাকার চুক্তিতে ওই যুবককে হত্যা করা হয়েছিল। পরে এই মামলার ১৭ আসামিকে গ্রেপ্তার করে ডিবি ও র্যাব। তারা এত দিন কারাগারে থাকলেও আউয়ালসহ ১৭ জন জামিনে মুক্তি পান।
হত্যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে জমি নিয়ে দ্বন্দ্ব। এরই জের ধরে এম এ আউয়াল ভাড়াটিয়া কিলার গ্রুপ দিয়ে সাহিনুদ্দিনকে খুনের পরিকল্পনা করেন। মামলাটি প্রথমে ডিবি তদন্ত করে গত বছরের ১৫ ফেব্রুয়ারি ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। তবে বাদী আকলিমা বেগম ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেন। এরপর পিবিআই তদন্ত করে।
তবে পিবিআইয়ের অভিযোগপত্র নিয়ে অসন্তোষ জানিয়েছেন সাহিনুদ্দিনের মা আকলিমা বেগম। তিনি বলেন, ‘মামলাটি ডিবি তদন্ত করে কিছু আসামি বাদ দিয়ে অভিযোগপত্র দেয়। তাতে আমি নারাজি দেই। এরপর পিবিআইকে তদন্ত করার জন্য আবেদন করছিলাম। তারা মামলাটি তদন্ত করছে। তারাও অনেককে বাদ দিয়ে অভিযোগপত্র দিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আমাকে কিছু জানায়নি।’
আরও পড়ুন
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ সংঘর্ষ হয়। আছিয়া বেগম ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।
২ মিনিট আগেঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
১ ঘণ্টা আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
১ ঘণ্টা আগে