Ajker Patrika

পাকুন্দিয়ায় বালুবাহী ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৬: ১২
পাকুন্দিয়ায় বালুবাহী ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বালুবাহী ট্রাকচাপায় এমদাদুল হক (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ভিটিপাড়া এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। 

নিহত এমদাদুল হক উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের কলাদিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আবদুল আউয়াল মুন্সীর ছেলে। 

দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. মোশাররফ হোসেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়ি থেকে বাইসাইকেলে দরগা বাজারে আসছিলেন ওই ব্যক্তি। শিমুলিয়া চৌরাস্তা-দরগা বাজার সড়কের ভিটিপাড়া আলতু শাহ মাজারসংলগ্ন পৌঁছলে পেছন দিক থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পাকা সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আহত হন এমদাদুল হক। এর ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

খবর পেয়ে আহুতিয়া তদন্তকেন্দ্রের একদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। 

আহুতিয়া তদন্তকেন্দ্রের ইনচার্জ মোশারফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত