নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিবারের মতো এবারও পয়লা বৈশাখের সকালে নতুন বছরকে স্বাগত জানাবেন ছায়ানটের শিল্পীরা। প্রতিষ্ঠানটি যেভাবে নিজস্ব ধারায় অনুষ্ঠান সাজিয়ে নতুন বছরে সবার মঙ্গল কামনা করে, এবারও তার ব্যতিক্রম হবে না। আজ শুক্রবার (১১ এপ্রিল) ছায়ানট মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।
লাইসা আহমদ লিসা বলেন, ছায়ানট আয়োজিত বর্ষবরণের এবার ৫৮তম আয়োজন। ছায়ানটের এবারের বার্তা, ‘আমার মুক্তি আলোয় আলোয়। বিশ্বব্যাপী যেমন ক্ষয়ে চলেছে মানবতা, তেমনই এ দেশেও ক্রমান্বয়ে অবক্ষয় ঘটছে মূল্যবোধের। তবু আমরা আশাহত হই না, দিশা হারাই না, স্বপ্ন দেখি, হাতে হাত রেখে সকলে একসঙ্গে মিলবার, চলার। বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই।’
লাইসা আহমদ লিসা জানান, সকাল সোয়া ৬টায় ভৈরবীতে রাগালাপ দিয়ে শুরু হবে আয়োজন। অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসবার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে।
রমনা উদ্যান থেকে দুই ঘণ্টাব্যাপী এই আয়োজন নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি সম্প্রচার করা হবে ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিটিভিও এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। এবারের অনুষ্ঠানসজ্জায় ৯টি সম্মেলক, ১২টি একক গান এবং ৩টি পাঠ রয়েছে। সব মিলিয়ে দেড় শতাধিক শিল্পী এই আয়োজনে অংশ নিচ্ছেন। আয়োজনে মঞ্চসহ সার্বিক সাজসজ্জার পরিকল্পনা করেছেন ছায়ানটের প্রাক্তনী সুজন চৌধুরী।
ছায়ানটের বর্ষবরণের ৫৮ বছরের ইতিহাসে এই প্রথম সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি সন্জীদা খাতুনকে ছাড়া এই অনুষ্ঠান হতে যাচ্ছে। গত ২৫ মার্চ অনন্তলোকে পাড়ি দেন তিনি।
ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী বলেন, ‘তাঁর (সন্জীদা খাতুন) অনুপস্থিতিতে প্রথম নববর্ষের আয়োজন হচ্ছে। তিনি যে ধারার সংস্কৃতি ও সংগীতচর্চা বহমান রাখতে চেয়েছেন, আমরা যেন সেটি বহমান রাখতে পারি। এটিই তাঁর জন্য সবচেয়ে বড় শ্রদ্ধা।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি খায়রুল আনাম শাকিল, যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ ও জয়ন্ত রায়। সংবাদ সম্মেলন শুরু হয় ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গানটি গেয়ে। শেষ হয় ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’ এবং ‘এই বাংলা রবি ঠাকুরের এই বাংলা কবি নজরুলের’ গান গেয়ে।
প্রতিবারের মতো এবারও পয়লা বৈশাখের সকালে নতুন বছরকে স্বাগত জানাবেন ছায়ানটের শিল্পীরা। প্রতিষ্ঠানটি যেভাবে নিজস্ব ধারায় অনুষ্ঠান সাজিয়ে নতুন বছরে সবার মঙ্গল কামনা করে, এবারও তার ব্যতিক্রম হবে না। আজ শুক্রবার (১১ এপ্রিল) ছায়ানট মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।
লাইসা আহমদ লিসা বলেন, ছায়ানট আয়োজিত বর্ষবরণের এবার ৫৮তম আয়োজন। ছায়ানটের এবারের বার্তা, ‘আমার মুক্তি আলোয় আলোয়। বিশ্বব্যাপী যেমন ক্ষয়ে চলেছে মানবতা, তেমনই এ দেশেও ক্রমান্বয়ে অবক্ষয় ঘটছে মূল্যবোধের। তবু আমরা আশাহত হই না, দিশা হারাই না, স্বপ্ন দেখি, হাতে হাত রেখে সকলে একসঙ্গে মিলবার, চলার। বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই।’
লাইসা আহমদ লিসা জানান, সকাল সোয়া ৬টায় ভৈরবীতে রাগালাপ দিয়ে শুরু হবে আয়োজন। অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসবার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে।
রমনা উদ্যান থেকে দুই ঘণ্টাব্যাপী এই আয়োজন নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি সম্প্রচার করা হবে ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিটিভিও এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। এবারের অনুষ্ঠানসজ্জায় ৯টি সম্মেলক, ১২টি একক গান এবং ৩টি পাঠ রয়েছে। সব মিলিয়ে দেড় শতাধিক শিল্পী এই আয়োজনে অংশ নিচ্ছেন। আয়োজনে মঞ্চসহ সার্বিক সাজসজ্জার পরিকল্পনা করেছেন ছায়ানটের প্রাক্তনী সুজন চৌধুরী।
ছায়ানটের বর্ষবরণের ৫৮ বছরের ইতিহাসে এই প্রথম সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি সন্জীদা খাতুনকে ছাড়া এই অনুষ্ঠান হতে যাচ্ছে। গত ২৫ মার্চ অনন্তলোকে পাড়ি দেন তিনি।
ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী বলেন, ‘তাঁর (সন্জীদা খাতুন) অনুপস্থিতিতে প্রথম নববর্ষের আয়োজন হচ্ছে। তিনি যে ধারার সংস্কৃতি ও সংগীতচর্চা বহমান রাখতে চেয়েছেন, আমরা যেন সেটি বহমান রাখতে পারি। এটিই তাঁর জন্য সবচেয়ে বড় শ্রদ্ধা।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি খায়রুল আনাম শাকিল, যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ ও জয়ন্ত রায়। সংবাদ সম্মেলন শুরু হয় ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গানটি গেয়ে। শেষ হয় ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’ এবং ‘এই বাংলা রবি ঠাকুরের এই বাংলা কবি নজরুলের’ গান গেয়ে।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৩ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৪ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৪ ঘণ্টা আগে