Ajker Patrika

অটোরিকশার চাপায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
অটোরিকশার চাপায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা চাপায় মো. আল-আতুন কাওছার (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ক্লাব সংলগ্ন রাস্তায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত মাদ্রাসা শিক্ষক মো. আল-আতুন কাওছার (৫০) উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। তিনি একই উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও মহিলা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই মাদ্রাসা শিক্ষক সকাল ১০টার দিকে দোলন বাজার-কালীগঞ্জ সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ক্লাব সংলগ্ন রাস্তায় তাঁর মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি ইটের ওপরে উঠলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় পেছন থেকে দ্রুত গতির একটি সিএনজি চালিত অটোরিকশা তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

কালীগঞ্জ থানার উপপরিদর্শক মো. ইসলাম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত