Ajker Patrika

গজারিয়ায় ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ড, ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 
গজারিয়ায় ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ড, ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর ইউনিয়নে সুপারস্টার গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে আজ শনিবার দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে গজারিয়া ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর দুপুর তিনটায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বড় কোনো হতাহত নেই, সেই সঙ্গে ক্ষয়-ক্ষতির বিষয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছে, কোম্পানিটিতে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। তবে আসন্ন গরমকে কেন্দ্র করে মালামালের চাহিদা বেড়ে যাওয়ায় শনিবার দিনও উৎপাদন চলছিল। দুপুর দুইটার দিকে ফ্যান ও লাইট তৈরির দুই ইউনিটের মাঝখানে খালি জায়গায় বাঁশ ও ট্রিপল দিয়ে বানানো অস্থায়ী শেডে আগুন দেখতে পায় শ্রমিকেরা। মূল গোডাউনে মালামাল সংকুলান না হলে অস্থায়ী ওই শেডে মালামাল রাখা হতো।

ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আমরা অগ্নি নির্বাপণে কাজ শুরু করি। প্রথমে দুটি ইউনিট ছিল, পরে পার্শ্ববর্তী উপজেলা থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। দাউদকান্দি উপজেলা থেকে আরও দুটি ইউনিট যোগ দেওয়ার কথা থাকলেও আগুনের তীব্রতা কমে আসায়, তাদের আসতে না করেছি। তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।’

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর ইউনিয়নে সুপারস্টার গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে আজ শনিবার দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। ছবি: আজকের পত্রিকারিফাত মল্লিক আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে।’

এ বিষয়ে জানতে কোম্পানির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত