Ajker Patrika

দেশের সবচেয়ে বড় রেল মেরামত কারখানা হবে রাজবাড়ীতে: রেলপথমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৯: ২৩
দেশের সবচেয়ে বড় রেল মেরামত কারখানা হবে রাজবাড়ীতে: রেলপথমন্ত্রী

রাজবাড়ীতে দেশের সবচেয়ে বড় রেল মেরামত কারখানা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। আজ শনিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘দেশের সবচেয়ে বড় রেল মেরামত কারখানা হবে রাজবাড়ীতে। রাজবাড়ীকে পুনরায় রেলের শহর হিসেবে পরিণত করা হবে। সেই সঙ্গে রাজবাড়ী জেলাকে একটি উন্নত, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে পারি। সে জন‍্য সবার সহযোগিতা কামনা করি।’

তিনি আরও বলেন, ‘ট্রেনে যারা অগ্নিকাণ্ড ঘটায়, তারা রাজনৈতিক সন্ত্রাসী। দেশের সম্পদ নষ্ট করছে, জীবনহানি ঘটাচ্ছে। এরা জনগণকে পুড়িয়ে হত্যা করে ক্ষমতায় যেতে পারবে না। এরা আগুন-সন্ত্রাস করে রাজনীতিকে কলুষিত করছে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত