Ajker Patrika

অষ্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
অষ্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কিশোরগঞ্জের অষ্টগ্রামের সদর ইউনিয়ন বড় হাওর এলাকায় মহেন্দ্র ট্রাক উল্টে খোকন মিয়া (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর সহযোগী আল আমিন (২৭)। 

গতকাল মঙ্গলবার রাতে উপজেলা সদর ইউনিয়নের কেওডা ঘাটের দক্ষিণে অষ্টগ্রাম বড় হাওর সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত খোকন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সরাইল দক্ষিণ আড়িপাইল গ্রামের আবদুল আক্কাসের ছেলে। আহত আল আমিন অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কবিরখান্দান গ্রামের বকুল মিয়ার ছেলে। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক চালক খোকন মিয়া অষ্টগ্রামের বিভিন্ন হাওরের জমি থেকে কৃষকের ধান পরিবহন করতেন। গতকাল মঙ্গলবার রাতে ধান পরিবহনের সময় হঠাৎ ট্রাক থেকে লরিটি বিচ্ছিন্ন হয়ে উল্টে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান খোকন মিয়া। গুরুতর আহত হন তাঁর সহযোগী আল আমিন (২৭)। 

আল আমিনকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

অষ্টগ্রাম থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) সুজিৎ কুমার সরকার বলেন, ‘নিহত খোকনের স্বজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত