Ajker Patrika

শেষ বিকেলে সিসিমপুরে শিশুদের উল্লাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৮: ৩৪
শেষ বিকেলে সিসিমপুরে শিশুদের উল্লাস

তখন আর বাকি মাত্র কয়েক ঘণ্টা। এক বছরের জন্য বিদায় নেবে অমর একুশে বইমেলা। মেলা ভাঙার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তখন শেষ বিকেলে শেষবারের মতো আনন্দের ছলে শেখার উল্লাসে মাতে শিশুরা। ইকরি, হালুম, টুকটুকি আর শিকুদের ছড়ানো আনন্দের জোয়ার বইছিল শিশুদের সঙ্গে আসা অবিভাবকদের মাঝেও।

ভিড়ের মধ্যে ইকরি, টুকটুকিদের দেখাতে সন্তানকে কাঁধে তুলে নিয়ে নাচতে দেখা গেছে অনেক অবিভাবকদেরও। ছন্দে ছন্দে ছড়া গানে সিসিমপুরের এসব চরিত্রের পরিবেশনায় তুলে ধরা হচ্ছিল বাচ্চাদের জন্য নানা বুনিয়াদি শিক্ষণীয় বিষয়। 

এক ভাতিজি আর দুই ভাতিজাকে সিসিমপুরের পরিবেশনা দেখাতে এসেছিলেন সারা মেহজাবিন নামে সিটি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নিজেও এসব দেখে বড় হয়েছি। মজা করতে করতে কখন জানি অনেক কিছু শিখে ফেলেছি বুঝতেই পারিনি। আমার মনে আমাদের পরবর্তী প্রজন্মও তাই শিখবে। আর টেলিভিশনে দেখা চরিত্রগুলো সামনা সামনি দেখার অনুভুতিই আলাদা।’ 

ভাঙনের আয়োজনে আজ বৃহস্পতিবার অমর একুশে বইমেলার শেষদিন মেলার দুয়ার খুলে দেওয়া হয় সকাল ১১টায়। 

মেলা ঘুরে দেখা যায়, শেষ দিনের মতো ভালো কেনাবেচা হচ্ছে। সকাল থেকে লোক সমাগম কম হলেও বই কেনার মতো পাঠক বেশি। 

এবারের মেলা আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। প্রকাশকেরাও বলেছেন প্রায় একই কথা। তাঁদের সবার মতেই করোনার মধ্যে এমন পূর্ণাঙ্গ একটা মেলা সত্যিই অনেক বড় বিষয় এবং অবশ্যই তা সফল। 

এ বছর শেষবারের মতো ইকরি হালুমদের সঙ্গে আনন্দে মেতে ওঠে শিশুরাএ বিষয়ে বাংলা একাডেমির পরিচালক ও বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, ‘এবারের মেলার আয়োজন নিয়ে আমরা সন্তুষ্ট। কোনো ধরনের অঘটন ছাড়াই মেলা শেষ হতে যাচ্ছে। এটাই আমাদের মূল সন্তুষ্টির জায়গা।’ 

অন্য প্রকাশের প্রকাশক মাজহারুল ইসলাম বলেন, ‘একটা বড় আয়োজন করতে গেলে কিছু ত্রুটি-বিচ্যুতি থাকবেই। এবারের মেলায় কোনো বড় ধরনের অঘটন ঘটেনি, এটাই সুখের বিষয়। সেসঙ্গে প্রথম দিন থেকেই এবারের মেলায় বেচাবিক্রি ভালো ছিল, যত দিন গড়িয়েছে বিক্রি ততই ভালো হয়েছে। সবমিলিয়ে এবারের আয়োজন নিয়ে সন্তুষ্ট।’ 

বিকেলের পর থেকেই তীব্র রোদ আর গরম উপেক্ষা করে মেলায় আসছে মানুষ। যারা আসছেন তাঁদের বেশিরভাগই ক্রেতা। অবশ্য শেষ দিন সাধারণত যেমন উপচে পড়া ভিড় থাকে তেমনটা দেখা যায়নি। এ বিষয়ে একাধিক স্টল প্রতিনিধি ও পরিবেশক প্রতিনিধিদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, আজ ছুটির দিন। আগামীকাল ও পরশু সরকারি ছুটি থাকায় ঢাকা ছেড়েছে অনেক মানুষ। যার প্রভাব পড়েছে মেলাতেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত