Ajker Patrika

তাপপ্রবাহের মধ্যে চলতি সপ্তাহে জবিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত 

জবি প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৩: ০৭
তাপপ্রবাহের মধ্যে চলতি সপ্তাহে জবিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত 

সারা দেশে চলমান প্রচণ্ড তাপপ্রবাহের কারণে চলতি সপ্তাহে সব বিভাগের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আর এ সপ্তাহে যেসব পরীক্ষা রয়েছে, সেসব পুনরায় রিশিডিউল করা হবে। 

আজ রোববার উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম। 

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আইনুল ইসলাম বলেন, অতিরিক্ত তাপপ্রবাহের কারণে চলতি সপ্তাহে সব ধরনের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর কোনো পরীক্ষা থাকলে সেই সব রিশিডিউল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই তাপপ্রবাহ পরবর্তী সপ্তাহে অব্যাহত থাকলে তখন আবার সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে, আপাতত এই সপ্তাহটা অনলাইনেই চলবে। 

এদিকে সারা দেশে চলমান প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সারা দেশের স্কুল-কলেজের পূর্বনির্ধারিত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তা ছাড়া প্রচণ্ড দাবদাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ক্লাসও বন্ধ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত