Ajker Patrika

‘কে-টু’ জয় করে দেশে ফিরেছেন ওয়াসফিয়া নাজরীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘কে-টু’ জয় করে দেশে ফিরেছেন ওয়াসফিয়া নাজরীন

পরনে সবুজ শাড়ি, কপালে লাল টিপ। আজ বুধবার এভাবে লাল সবুজ পতাকার সাজে সংবাদ সম্মেলনে হাজির হন বাংলাদেশের একমাত্র সেভেন সামিটজয়ী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এবং বিপদসংকুল পর্বতশৃঙ্গ ‘কে-টু’ জয় করা প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের কাঠমান্ডু থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে দুপুরে দেশে ফেরেন ৩৯ বছর বয়সী এই পর্বতারোহী।

১৯৫৪ সালের পর পৃথিবীর সবচেয়ে দুর্গম ও ভয়ংকর পর্বতশৃঙ্গ হিসেবে পরিচিত কে-টু-তে (কারাকোরাম) আরোহণ করা ৪০ নারী পর্বতারোহীর একজন তিনি। দেশে পৌঁছানোর পর রাজধানীর শেরাটনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুই মাসব্যাপী কারাকোরাম অভিযানের রোমাঞ্চকর যাত্রা নিয়ে কথা বলেন ওয়াসফিয়া।

দেশের পতাকার সাজে সংবাদ সম্মেলনে এসে ওয়াসফিয়ার প্রথম কথাটিই ছিল, ‘আমার পতাকা কই।’ একাত্তরে মানচিত্র খচিত যেই পতাকা হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন আমাদের বীর যোদ্ধারা, সেই পতাকা নিয়েই একের পর এক পবর্তচূড়া জয় করছেন ওয়াসফিয়া।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশ যখন ৪০-এ পা দেয়, তখন আমি সেভেন সামিট জয় করার যাত্রা শুরু করি। দেশের ৫০ বছরে আমি চেয়েছিলাম কে-টু জয় করতে। এ জন্য আমি ১০ বছর ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে কে-টু যাত্রার জন্য তৈরি করেছি। ডেথ-জোন (অক্সিজেনের ভয়াবহ স্বল্পতার কারণে যেসব পর্বত আরোহণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ) পর্বতসমূহ আরোহণ করতে অনেক মানুষের প্রয়োজন হয়। আর এ সাফল্যের জন্য আমি আমার দলের প্রতি কৃতজ্ঞ। আমার এই দলে যারা ছিলেন, তাদের বেশ কয়েকজনকে এই মুহূর্তে বিশ্বের সেরা পর্বতারোহী হিসেবে মনে করা হয়। যারা আমার মঙ্গল কামনা করেছে এবং আমার ওপর ভরসা করেছে, সবাইকে ধন্যবাদ।’ 

এ সময় কারাকোরাম জয়ের ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা করেন তিনি। 

ওয়াসফিয়া প্রথম বাঙালি এবং একই সঙ্গে প্রথম বাংলাদেশি, যিনি সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করলেন। তিনি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ, পাকিস্তানের উচ্চতম এবং সবচেয়ে দুর্গম ও বিপদসংকুল পর্বতশৃঙ্গকে টু বিজয়ী প্রথম বাঙালি এবং বাংলাদেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত