Ajker Patrika

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অফিসে হামলা-ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
গোমস্তাপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অফিসে হামলা-ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা
গোমস্তাপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অফিসে হামলা-ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বাঙ্গাবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, গতকাল রাত ১১টার দিকে স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকেরা বাঙ্গাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। এতে নেতৃত্ব দেয় বিএনপির কর্মী শহিদুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন ডলার, সবুরসহ আর ১০ থেকে ১২ জন। এ সময় তাঁরা কার্যালয় থেকে একটি এলইডি টিভি, চারটি অফিশিয়াল চেয়ার, ১৪টি প্লাস্টিকের চেয়ার, সিলিং ফ্যানসহ অন্য জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।

এ বিষয়ে বাঙ্গাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি রমজান আলী বলেন, ‘গতকাল রাতে স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকেরা বাঙ্গাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অফিসে ভাঙচুর ও লুটপাট করেছে। এটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

গোমস্তাপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অফিসে হামলা-ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা
গোমস্তাপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অফিসে হামলা-ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

তিনি বলেন, এটি একটি সামাজিক সংগঠন। নিজস্ব অর্থায়নে চলে। প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে গরিব-অসহায়দের সহযোগিতা করা হয়। তারা যেটা করেছে সেটা খুব দুঃখজনক। এটা আমাদের পীড়া দিয়েছে। যে বা যারা এটা করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এ ছাড়া প্রতি মুহূর্ত আমাদের আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। কারণ, বর্তমানে “মব” কালচার চলছে। কখন জানি আমাদের ওপরে হামলা করে মেরে ফেলবে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘তারা বিএনপির কোনো সংগঠনের কর্মী-সমর্থক না। যারা এগুলো করেছে তারা স্থানীয় চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী। তাদের কাজ হচ্ছে লুটপাট, ভাঙচুর ও চাঁদাবাজি করা।’

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওদুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। এখনই পুলিশ পাঠাচ্ছি। খোঁজখবর নিয়ে পরে জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

বিদেশ ভ্রমণে ভিসা পাওয়া কঠিন হচ্ছে

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব

দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ২৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত