Ajker Patrika

রাজধানীর উত্তরা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি ইমান গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি ইমান আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তরার পশ্চিম আব্দুল্লাহপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

এ বিষয়ে উত্তরা আর্মি হজক্যাম্পের সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি ইমান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে কিছু ভাঙা ও নষ্ট মোবাইল ফোন এবং বিভিন্ন দেশের মুদ্রা ও জাল মুদ্রা জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরা পশ্চিম থানা-পুলিশের হস্তান্তর করা হয়েছে।’

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া হযরত আলীর বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় হত্যা এবং তুরাগ থানায় মারামারিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উত্তরা পূর্ব থানার হত্যা মামলাটি গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। তাই তাঁকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত