রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে সাপের ছোবলে বিল্লাল ব্যাপারী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত কৃষক সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামের আব্দুল ব্যাপারীর ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল বিকেলে তিনি খেতে কাজ করতে যান। খেতে কয়েকটি গর্ত দেখে একটি পা দিয়ে বন্ধ করতে যান। তখন গর্তের ভেতরে থাকা সাপ তাকে ছোবল দেয়। প্রথমে বিষয়টি তিনি আমল নেননি। কিছুক্ষণ পর প্রতিক্রিয়া শুরু হলে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁকে একটি ইনজেকশন দেওয়ার পরই মারা যান।
শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর মোহাম্মদ ভূইয়া সাপের ছোবলে কৃষকের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি দুঃখজনক। সাপে কাটার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিলে হয়তো তাকে বাঁচানো যেত।
রাজবাড়ীতে সাপের ছোবলে বিল্লাল ব্যাপারী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত কৃষক সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামের আব্দুল ব্যাপারীর ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল বিকেলে তিনি খেতে কাজ করতে যান। খেতে কয়েকটি গর্ত দেখে একটি পা দিয়ে বন্ধ করতে যান। তখন গর্তের ভেতরে থাকা সাপ তাকে ছোবল দেয়। প্রথমে বিষয়টি তিনি আমল নেননি। কিছুক্ষণ পর প্রতিক্রিয়া শুরু হলে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁকে একটি ইনজেকশন দেওয়ার পরই মারা যান।
শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর মোহাম্মদ ভূইয়া সাপের ছোবলে কৃষকের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি দুঃখজনক। সাপে কাটার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিলে হয়তো তাকে বাঁচানো যেত।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নয়, এমন ২১টি হুইলচেয়ার জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে বহিরাগতরা এসব হুইলচেয়ারে হাসপাতালে রোগী বহনের নামে অর্থ আদায় করে আসছিল।
১২ মিনিট আগেখাগড়াছড়ির দুটি উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশি আখ্যা দিয়ে ভারত থেকে ৬৬ জনের অনুপ্রবেশের চেষ্টার খবর পাওয়া গেছে। আজ বুধবার ভোরে মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার সীমান্ত দিয়ে এই চেষ্টা করা হয়।
১৮ মিনিট আগেচট্টগ্রামে নিজ কার্যালয় থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার হওয়া র্যাব কর্মকর্তা পলাশ সাহা আত্মহত্যা করেছেন বলে মনে করেন তাঁর মেজ ভাই নন্দ লাল সাহা। তবে এই আত্মহত্যার কারণ পলাশের স্ত্রী বলে অভিযোগ করেন তিনি। তবে পলাশের স্ত্রী সুস্মিতা সাহার ফোন নম্বর বন্ধ পাওযায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
৩২ মিনিট আগেচট্টগ্রামে নিজ কার্যালয়ে মাথায় গুলিবিদ্ধ র্যাব কর্মকর্তা পলাশ সাহার মরদেহের পাশে পাওয়া চিরকুটে একটি অংশে লেখা ছিল—‘বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য।’
৪২ মিনিট আগে