Ajker Patrika

অঘোষিত লেজুড়বৃত্তি করার অভিযোগ তুলে বৈষম্যবিরোধী নেতার পদত্যাগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আবু হুরায়রা তানজিম। ছবি: সংগৃহীত
আবু হুরায়রা তানজিম। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন আবু হুরায়রা তানজিম নামের এক নেতা। অরাজনৈতিক প্ল্যাটফর্ম ধীরে ধীরে একটি দলের গোলামে পরিণত হয়েছে এবং অঘোষিত লেজুড়বৃত্তি করছে বলে অভিযোগ তুলেছেন তিনি। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে কমিটি থেকে পদত্যাগ করেন তিনি।

আবু হুরায়রা তানজিম সাইপ্রাসের ফিলিপস বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়ন করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটি পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি ফেসবুক পোস্টে বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানে সরাসরি জড়িত ছিলাম। সকল শ্রেনী পেশার মানুষ, রাজনৈতিক দল, অরাজনৈতিক ব্যক্তি, ছাত্র জনতার সমন্বয়ে হাসিনার পতন হয়েছে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হয়েছিলো কিছু মুষ্ঠিমেয় মানুষের সমন্বয়ে। হাসিনাবিরোধী আন্দোলন যেমন প্রতিটা শ্রেনীর লোক ছিলো, হাসিনার পতনের উপর গড়ে ওঠা এই সংগঠনটায় সকলে ছিলো না। আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই প্লাটফর্ম শুরু থেকে অরাজনৈতিক থাকার কথা বললেও ধীরে ধীরে তা একটি দলের গোলামে পরিণত হয়েছে। বিভিন্ন সভা সমাবেশে কর্মী পাঠিয়েছে, অঘোষিত লেজুরবৃত্তি করেছে। অথচ আমরা তাদের রাজনীতি ও ক্ষমতার হাতিয়ার হবো এই মেন্ডেট নিয়ে জুলাই আন্দোলন করি নাই। আমার কথা, যারা জুলাই অভ্যুত্থানে জড়িত ছিলো সেই প্রত্যেকটা ব্যক্তি বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী। মুখে অরাজনৈতিক হওয়ার কথা বলে বাইরে এই কাজ করা নিঃসন্দেহে প্রতারণার শামিল!’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান কর্মকাণ্ডের কথা উল্লেখ করে আবু হুরায়রা আরও বলেন, ‘তাদের অনেকে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যে শুধু রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করেই অপরাধ করছে তা না। দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যা করে থাকে, ৫ আগস্টের পর থেকে এরা তাই করছে! সারাদেশে বিভিন্ন জায়গায় তদবীর বাণিজ্য, দুর্নীতিসহ প্রতিটি কাজে এই সংগঠনের অনেকে অভিযুক্ত হয়েছে। কথায় কথায় নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে নিজেরাই পুরাতন বন্দোবস্তে ডুবে থাকা মুনাফেকি নয় কি? শুধু তাই না, সারাদেশের বিভিন্ন জায়গায় এই সংগঠনের লোকদের দ্বারা রমরমা আওয়ামী লীগ পুনর্বাসন হয়েছে। দল চালানোর জন্য কেন্দ্রীয় নেতারা পর্যন্ত আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ব্যবসায়ীদের থেকে টাকা নিচ্ছে! এসব কি জুলাইয়ের শহীদদের সাথে বেঈমানীর শামিল না?’

তিনি তাঁর লেখনীতে দেশের নানাবিধ সমস্যার সমালোচনা ও অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত জাতীয় নির্বাচন দেশের জন্য কল্যাণকর বলে মন্তব্য করে কমিটি থেকে পদত্যাগের ঘোষণা করেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নীরব রায়হান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কোনো চিঠি পাইনি। আর আমি কোনো পোস্টও দেখিনি। সে আমাদের কমিটি হওয়ার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছিল। কিন্তু সে আমাদের কোনো মিটিংয়ে সক্রিয় ছিল না। আমি কিছুক্ষণ পর তার সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

দেশে ফিরলেন আওয়ামী লীগ নেতা, বিমানবন্দরে গ্রেপ্তার

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

চিকিৎসকের ছুরিকাঘাতে আহত তরুণ মারা গেছেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত