Ajker Patrika

শেখ হাসিনা একজন হিমালয় পর্বত: শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৯: ৩৩
শেখ হাসিনা একজন হিমালয় পর্বত: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘ওরা বাংলাদেশকে একটা কলোনি বানাতে চায়। এটা হবে না, যত দিন শেখ হাসিনা আছেন। শেখ হাসিনা একজন হিমালয় পর্বত। বাংলাদেশ আজ বিশ্বের ৩৫তম অর্থনীতি। পদ্মাসেতু নিয়ে দুর্নীতির অভিযোগ করল বিশ্বব্যাংকে। সিঙ্গাপুরের আদালতে, নেত্রী বলল আয়, প্রমাণ কর। সেটা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। অবশ্য এটা ভালোই হয়েছে। আজ তিনি নিজের টাকায় পদ্মাসেতু করেছেন। আজ বড় বড় মেগা প্রজেক্টগুলো হচ্ছে।’

আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডে (সিদ্ধিরগঞ্জ) মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম ওসমান।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী সাচ্চা মুসলমান। তিনি ফিলিস্তিনের ঘটনার প্রতিবাদ করেছেন। তিনি জাতীয় শোক ঘোষণা করেছেন। আমেরিকার অ্যাম্বাসির পতাকাও অর্ধনমিত রাখতে হয়েছে। ফিলিস্তিন ইস্যুতে আমেরিকা কথা বলে না কেন। ফখরুল ফিলিস্তিন ইস্যুতে তারেক রহমানকে বললেন, তাঁদের প্রতিবাদ করা উচিত। তখন তারেক রহমান বলেছেন, ফখরুল সাহেব চুপ থাকেন। কেন, ওদের বিদেশি প্রভুরা রাগ করবে।’

শামীম ওসমান বলেন, ‘আমাকে মানুষের ঘরে যাওয়ার সুযোগ করে দিয়েন। এত মানুষ আমার ভালো লাগে না। আমি মানুষের মনের ভেতর জায়গা করতে চাই। উন্নয়ন প্রজেক্ট আমি আনতে পারব। তবে একটা জিনিস পারব না, সেটা হলো মাদক ও সন্ত্রাস।’

তিনি আরও বলেন, ‘আমাদেরও খারাপ লোক আছে। এবার আর কাউকে ছাড় দেব না। আমি আল্লাহর ঘরে গিয়ে ওয়াদা করেছি। চেষ্টা করব, তবে আমি একা পারব না। আপনাদের সবাইকে নিয়ে ভালো মানুষগুলোকে নিয়ে মাদক সমস্যা নির্মূল করতে চাই।’

আলোচিত এই এমপি বলেন, ‘আমাকে হয়তো মারার চেষ্টা হচ্ছে। শামীম ওসমান মৃত্যুকে ভয় করে না। আমরা তো ১৬ জুন মারা গেছি। সুতরাং এসব খারাপ কাজ যারা করে, তারা আর ছাড় পাবে না। শেখ হাসিনা কত কঠোর হতে পারেন, আমরা কত কঠোর হতে পারি, সেটা ৭ তারিখের পর দেখবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত