Ajker Patrika

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২৩, ২২: ৪৪
কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার বিকেলে উপজেলার সফিপুরের নিশ্চিন্তপুর এলাকায় এমএসএ লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন তারা। 

এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশসহ কয়েক শ্রমিক আহত হয়েছেন। 

এর আগে, আজ বেলা সাড়ে ৩টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকেরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন মানুষ। 

আন্দোলনরত শ্রমিকেরা জানান, গত ৩১ মে এমএসএ টেক্সটাইল কারখানার এক শ্রমিক নিখোঁজ হন। নিখোঁজ শ্রমিকের সন্ধান চাইলে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেয়। এরপর থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। সামনে ঈদুল আজহা। এখনো শ্রমিকেরা বেতন ও বোনাস পাননি। এ জন্য আন্দোলন করছেন তাঁরা; কিন্তু পুলিশ আন্দোলনরত শ্রমিকদের পেটাচ্ছে। বেতন-বোনাস পরিশোধ না করা পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান বিক্ষুব্ধ শ্রমিকেরা। 

গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকাপ্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা সড়ক থেকে না সরলে একপর্যায়ে তাঁদের লাঠিপেটায় ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর কিছুক্ষণ পর শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর আক্রমণ করেন। এ সময় মহাসড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশের গাড়িতেও ভাঙচুর করেন শ্রমিকেরা। সন্ধ্যা ৬টার দিকে মহাসড়ক থেকে শ্রমিকেরা সরে গেলে প্রায় দুই ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

এ বিষয়ে কথা হলে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক (কালিয়াকৈর) নিতাই চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে গেলে তাঁরা পুলিশের ওপর আক্রমণ করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গাড়িও ভাঙচুর করেছেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারখানা এলাকা ও মহাসড়কে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত