Ajker Patrika

পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র, বাংলাদেশ সফল: তৌফিক-ই-ইলাহী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৫: ০৫
পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র, বাংলাদেশ সফল: তৌফিক-ই-ইলাহী

পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী।

আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে মুজিবনগর দিবস উপলক্ষে ‘অবিস্মরণীয় এক দিন’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

তৌফিক-ই-ইলাহী বলেন, বাংলাদেশের জাতীয় আয় এখন পাকিস্তানের দ্বিগুণ। রাজনীতি, সমাজ, অর্থনীতি সব ক্ষেত্রেই পাকিস্তান ব্যর্থ হয়েছে। অথচ শেখ হাসিনা বাংলাদেশকে আজকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 

১৯৭১ সালের ১৭ এপ্রিলের সরকার ও ভারতের সহযোগিতার প্রসঙ্গ টেনে তৌফিক-ই-ইলাহী বলেন, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যে রকম সক্রিয় ভূমিকা রেখেছেন, তা তেমন আলোচনায় আসেনি। কিসিঞ্জার, নিক্সনের কাছ থেকে তাঁকে অনেক আজেবাজে কথা শুনতে হয়েছিল। তিনি তার প্রতিবাদ করেননি বরং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছেন। আমাদের স্বাধীনতার যে যুক্তি তা কিন্তু বিক্ষিপ্ত ছিল না। একটি ন্যায়সংগত দাবি ও সংগঠিত কাঠামোর মধ্য দিয়েই স্বাধীনতার আন্দোলন পরিচালিত হয়েছিল। তখন তাজউদ্দীন আহমেদ বলেছিলেন, মানুষের লাশের নিচে পাকিস্তানের কবর হয়েছে। আসলেই তাই ঘটেছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, সে সময় বিদেশি সাংবাদিকদের কারণে মুজিবনগর সরকারের ব্যাপক প্রচার হয়েছিল। ফলে আন্তর্জাতিক অঙ্গনে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল। আমরা আজকে জামায়াত -শিবিরের চক্রান্তের কথা বলি। কিন্তু তৎকালীন তাজউদ্দীনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার লোকও ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। আওয়ামী লীগের ভেতরেও এ রকম লোক অনেক আছে, আমাদের সে ব্যাপারে সচেতন থাকতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত