পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. তালাত মাহমুদ শাহিন নামের এক ইউপি সদস্য প্রার্থীকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইউপি সদস্য প্রার্থী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অভিযোগ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর আহমেদ হোসেনের কর্মীরা এ হামলা চালিয়েছে।
মো. তালাত মাহমুদ শাহিন সরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বহলাডাঙ্গা গ্রামের বিশ্বাসপাড়া গ্রামের মো. মকিম বিশ্বাসের ছেলে। গুলিবিদ্ধ শাহিন সরিষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর নির্বাচনী প্রতীক মোরগ।
গুলিবিদ্ধ শাহিন বলেন, আমার নিজ বাড়িতে নির্বাচনী ঘরোয়া মিটিং শেষ করে আমার চাচাকে বাড়ি এগিয়ে দিতে যাওয়ার সময় আমাদের বাড়ির সংলগ্ন মসজিদ পর্যন্ত যাই। এমন সময় আমাকে এবং আমার চাচাকে ৮ থেকে ১০ জন ঘিরে ধরে এবং বহলাডাঙ্গা গ্রামের মোস্তজার ছেলে রাসেল আমার মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে। এমন সময় আমি পালানোর জন্য দৌড় দিলে আমার চোখের কোনা ঘেঁষে গুলি বেড়িয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, ফরিদ বন্দুক নিয়ে আমার ভাতিজাকে গুলি করে। এ সময় ফরিদের সঙ্গে আজিজুল, ফারুক, সোহেল, রাসেল ও আজিজসহ ১০ জন লোক ছিল। আমার ভাতিজা গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যাওয়ার পর ফাঁকা আরও দুটি গুলি করে চলে যায়। পরে আমার ভাতিজাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরুণ কুমার পাল বলেন, শাহিন সোমবার রাতে আহত অবস্থায় হাসপাতালে আসে। আমরা প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠাই।
ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহমেদ হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। আমার কর্মীদের ওপর মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তাঁর মেম্বার প্রার্থীর মধ্য দ্বন্দ্ব থাকতে পারে।
পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. তালাত মাহমুদ শাহিন নামের এক ইউপি সদস্য প্রার্থীকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইউপি সদস্য প্রার্থী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অভিযোগ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর আহমেদ হোসেনের কর্মীরা এ হামলা চালিয়েছে।
মো. তালাত মাহমুদ শাহিন সরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বহলাডাঙ্গা গ্রামের বিশ্বাসপাড়া গ্রামের মো. মকিম বিশ্বাসের ছেলে। গুলিবিদ্ধ শাহিন সরিষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর নির্বাচনী প্রতীক মোরগ।
গুলিবিদ্ধ শাহিন বলেন, আমার নিজ বাড়িতে নির্বাচনী ঘরোয়া মিটিং শেষ করে আমার চাচাকে বাড়ি এগিয়ে দিতে যাওয়ার সময় আমাদের বাড়ির সংলগ্ন মসজিদ পর্যন্ত যাই। এমন সময় আমাকে এবং আমার চাচাকে ৮ থেকে ১০ জন ঘিরে ধরে এবং বহলাডাঙ্গা গ্রামের মোস্তজার ছেলে রাসেল আমার মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে। এমন সময় আমি পালানোর জন্য দৌড় দিলে আমার চোখের কোনা ঘেঁষে গুলি বেড়িয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, ফরিদ বন্দুক নিয়ে আমার ভাতিজাকে গুলি করে। এ সময় ফরিদের সঙ্গে আজিজুল, ফারুক, সোহেল, রাসেল ও আজিজসহ ১০ জন লোক ছিল। আমার ভাতিজা গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যাওয়ার পর ফাঁকা আরও দুটি গুলি করে চলে যায়। পরে আমার ভাতিজাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরুণ কুমার পাল বলেন, শাহিন সোমবার রাতে আহত অবস্থায় হাসপাতালে আসে। আমরা প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠাই।
ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহমেদ হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। আমার কর্মীদের ওপর মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তাঁর মেম্বার প্রার্থীর মধ্য দ্বন্দ্ব থাকতে পারে।
পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৮ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৪১ মিনিট আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
১ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
১ ঘণ্টা আগে