নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের ছাদ উড়ে যায়। ছাদ উড়ে যাওয়ার পরও বাসটি যাত্রী নিয়ে প্রায় ৬ কিলোমিটার চালিয়ে নিয়ে যান চালক। এ ঘটনায় বরিশাল এক্সপ্রেস বাসের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ শনিবার বিকেলে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া) উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. সানাউল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় ১৭ এপ্রিল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কামারখোলা রেল ফ্লাইওভারের ওপর ‘বরিশাল এক্সপ্রেস’ নামের ঢাকা মেট্রো-ব-১৪-৯৩৫০ নম্বর মোটরযানটি সামনে থাকা একটি প্রাইভেট কারকে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা আরও একটি কাভার্ড ভ্যানে গিয়ে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে বাসচালক আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় পেছনে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখে বাসচালক আরও বেপরোয়া হয়ে ওঠেন। পরে সমষপুরে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটির ছাদ উড়ে সড়কে ছিটকে পড়ে। এতে বাসে থাকা আট যাত্রী আহত হন।
এর পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৪৬ অনুযায়ী উক্ত মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিআরটিএ আরও জানিয়েছে, মোটরযানটির মালিককে রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট, চালকের ড্রাইভিং লাইসেন্সসহ ঢাকা মেট্রো-২ সার্কেলের কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যথায় ঢাকা মেট্রো-ব-১৪-৯৩৫০ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করাসহ সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিআরটিএর অফিস আদেশে বলা হয়।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের ছাদ উড়ে যায়। ছাদ উড়ে যাওয়ার পরও বাসটি যাত্রী নিয়ে প্রায় ৬ কিলোমিটার চালিয়ে নিয়ে যান চালক। এ ঘটনায় বরিশাল এক্সপ্রেস বাসের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ শনিবার বিকেলে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া) উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. সানাউল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় ১৭ এপ্রিল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কামারখোলা রেল ফ্লাইওভারের ওপর ‘বরিশাল এক্সপ্রেস’ নামের ঢাকা মেট্রো-ব-১৪-৯৩৫০ নম্বর মোটরযানটি সামনে থাকা একটি প্রাইভেট কারকে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা আরও একটি কাভার্ড ভ্যানে গিয়ে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে বাসচালক আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় পেছনে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখে বাসচালক আরও বেপরোয়া হয়ে ওঠেন। পরে সমষপুরে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটির ছাদ উড়ে সড়কে ছিটকে পড়ে। এতে বাসে থাকা আট যাত্রী আহত হন।
এর পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৪৬ অনুযায়ী উক্ত মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিআরটিএ আরও জানিয়েছে, মোটরযানটির মালিককে রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট, চালকের ড্রাইভিং লাইসেন্সসহ ঢাকা মেট্রো-২ সার্কেলের কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যথায় ঢাকা মেট্রো-ব-১৪-৯৩৫০ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করাসহ সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিআরটিএর অফিস আদেশে বলা হয়।
নকশার ব্যত্যয় ঘটিয়ে ঢাকায় নির্মাণাধীন ৩ হাজার ৩৮২টি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেগুলো ভেঙে সঠিক জায়গায় নেওয়ার কাজও শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ডিআরইউ মিলনায়তনে আয়োজিত ‘সমস্যার..
২ মিনিট আগেবগুড়ার শেরপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁর অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার খামারকান্দি ইউনিয়নের রামেশ্বরপুর শামছুল উলুম বালিকা দাখিল মাদ্রাসায়।
৭ মিনিট আগেবৈষম্যবিরোধীদের কয়েকজন জুলাই-বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে নিয়ে উসকানিমূলক মন্তব্য করলে উত্তেজনার সৃষ্টি হয়।
১০ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ৩টা থেকে ছাত্রকল্যাণ কেন্দ্র চত্বরে শিক্ষার্থীরা অনশনে বসেন। তাঁদের অনশন থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানাচ্ছেন
২৫ মিনিট আগে