নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা-কর্মচারীরা। বেশির ভাগ স্টেশনের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। এর আগে গতকাল রোববার রাতে ৬ দফা দাবিতে কর্মবিরতি ঘোষণা করেন মেট্রোরেল কর্মীরা।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সঙ্গে মেট্রোরেলের কর্মীদের কথা হয়েছে। তাদের দাবিদাওয়া দেখা হচ্ছে। এরই মধ্যে তারা কাজে যোগদান করেছে। ৯৫ শতাংশ স্টেশনে কর্মচারীরা স্বাভাবিক কাজ করছে। সকাল থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। আর পুলিশের যে এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’
টিকিট ছাড়া যাত্রী পরিবহনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সকালের দিকে এই ধরনের কিছু যাত্রী পরিবহন হয়েছে। কারণ, আমরা চাইনি যাত্রীরা ভোগান্তিতে পড়ুক। ট্রেন চালু ছিল। যাত্রীরা যাতায়াত করতে পেরেছে। তবে এখন বিষয়গুলো ঠিক হয়ে গেছে। সব স্টেশনে কর্মচারীরা কাজ করছে। টিকিট ছাড়া যাত্রী যাওয়ার কোনো সুযোগ নাই।’
এমআরটি পুলিশ সদস্যের হাতে ডিএমটিসিএলের চারজন সহকর্মী লাঞ্ছিতের ঘটনায় আজ সোমবার সকাল থেকে আড়াই ঘণ্টা কর্মবিরতি পালন করেন ডিএমটিসিএলের কর্মীরা। পরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। এতে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে।
মেট্রোরেলের কারওয়ান বাজার স্টেশনে সকাল ১০টার দিকে সরেজমিন দেখা যায়, টিকিট বিক্রির কাউন্টারে কর্মীরা রয়েছেন এবং স্বাভাবিক কার্যক্রম চলছে। যাত্রীরাও টিকিট কেটেই ভেতরে প্রবেশ করছেন। কোনো যাত্রীকে টিকিট ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
কারওয়ান বাজার স্টেশনে আনসারের দায়িত্বে থাকা মো. মোসারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত কোনো কর্মচারী স্টেশনে আসে নাই। প্রায় আড়াই ঘণ্টা টিকিট ছাড়াই যাত্রীরা মেট্রোরেলে যাওয়া-আসা করেছেন। সকাল ১০টার সময় কর্মচারীরা কাজে যোগ দিয়েছে।’
কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা-কর্মচারীরা। বেশির ভাগ স্টেশনের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। এর আগে গতকাল রোববার রাতে ৬ দফা দাবিতে কর্মবিরতি ঘোষণা করেন মেট্রোরেল কর্মীরা।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সঙ্গে মেট্রোরেলের কর্মীদের কথা হয়েছে। তাদের দাবিদাওয়া দেখা হচ্ছে। এরই মধ্যে তারা কাজে যোগদান করেছে। ৯৫ শতাংশ স্টেশনে কর্মচারীরা স্বাভাবিক কাজ করছে। সকাল থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। আর পুলিশের যে এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’
টিকিট ছাড়া যাত্রী পরিবহনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সকালের দিকে এই ধরনের কিছু যাত্রী পরিবহন হয়েছে। কারণ, আমরা চাইনি যাত্রীরা ভোগান্তিতে পড়ুক। ট্রেন চালু ছিল। যাত্রীরা যাতায়াত করতে পেরেছে। তবে এখন বিষয়গুলো ঠিক হয়ে গেছে। সব স্টেশনে কর্মচারীরা কাজ করছে। টিকিট ছাড়া যাত্রী যাওয়ার কোনো সুযোগ নাই।’
এমআরটি পুলিশ সদস্যের হাতে ডিএমটিসিএলের চারজন সহকর্মী লাঞ্ছিতের ঘটনায় আজ সোমবার সকাল থেকে আড়াই ঘণ্টা কর্মবিরতি পালন করেন ডিএমটিসিএলের কর্মীরা। পরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। এতে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে।
মেট্রোরেলের কারওয়ান বাজার স্টেশনে সকাল ১০টার দিকে সরেজমিন দেখা যায়, টিকিট বিক্রির কাউন্টারে কর্মীরা রয়েছেন এবং স্বাভাবিক কার্যক্রম চলছে। যাত্রীরাও টিকিট কেটেই ভেতরে প্রবেশ করছেন। কোনো যাত্রীকে টিকিট ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
কারওয়ান বাজার স্টেশনে আনসারের দায়িত্বে থাকা মো. মোসারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত কোনো কর্মচারী স্টেশনে আসে নাই। প্রায় আড়াই ঘণ্টা টিকিট ছাড়াই যাত্রীরা মেট্রোরেলে যাওয়া-আসা করেছেন। সকাল ১০টার সময় কর্মচারীরা কাজে যোগ দিয়েছে।’
মাগুরার সেই ৮ বছরের শিশুটিকে একাই ধর্ষণ করেছিলেন বড় বোনের শ্বশুর। তিনি মেয়েটির চিৎকার আটকাতে গলায় ওড়না পেঁচিয়ে টেনে ধরে ছিলেন। তিনি আদালতে দোষ স্বীকার করে দেওয়া জবানবন্দিতে এ কথা জানিয়েছেন। আদালত সূত্রে ও পুলিশের তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। মাগুরার সিনিয়র জুডিশিয়াল..
২৮ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়া ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া চরঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেবাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে রাজধানীর বিমানবন্দরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাঁরা ‘দখলদার হটাও...
৩৮ মিনিট আগেঅল্প খরচে লাভ বেশি হওয়ায় ঝিনাইদহ জেলার বিভিন্ন অঞ্চলে ভুট্টা চাষ দিন দিন বেড়ে চলেছে। বোরো ধান ও অন্যান্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় বিকল্প ফসল হিসেবে ভুট্টা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে।
১ ঘণ্টা আগে