Ajker Patrika

মগবাজারের বিস্ফোরণ নাশকতা মনে হচ্ছে না : আইজিপি

নিজস্ব প্রতিবেদন
আপডেট : ২৮ জুন ২০২১, ১৩: ৩০
মগবাজারের বিস্ফোরণ নাশকতা মনে হচ্ছে না : আইজিপি

ঢাকা: মগবাজারের এই বিস্ফোরণ নাশকতামূলক কর্মকাণ্ড বলে মনে হচ্ছে না। গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। এখনো ভবনের ভেতরে মিথেন গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। সঠিক তদন্ত করে বিস্ফোরণের কারণ বের করা হবে বলে জানিয়েছেন আইজিপি বেনজীর আহমেদ।

আজ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, বড় ধরনের একটা শক ওয়েভ তৈরি হয়েছিল। যার ফলে একমুখী ধ্বংসযজ্ঞ হয়েছে। নাশকতা হলে চতুর্মুখী বিস্ফোরণ হতো।

বেনজীর আহমেদ বলেন, `বোম ও এক্সপ্লোশন ইউনিট নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আমরা সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করব।'

এ ধরনের বিস্ফোরণ আরও হয়েছে উল্লেখ করে তিনি বলেন, `নারায়ণগঞ্জে এ ধরনের বিস্ফোরণ হয়েছিল। আরও কিছু বিস্ফোরণের ঘটনাও আমরা দেখেছি। গ্যাসের জিনিস ঠিকমতো ব্যবহার না করলে দুর্ঘটনা ঘটতে পারে। একটা গ্যাস সিলিন্ডার হয়ে উঠতে পারে ভয়ানক বোমা।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত