Ajker Patrika

পাহাড়ি জনগোষ্ঠীর বাড়িঘর-দোকানপাটে আগুনের প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

জাবি প্রতিনিধি
পাহাড়ি জনগোষ্ঠীর বাড়িঘর-দোকানপাটে আগুনের প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়ি জনগোষ্ঠীর বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়ার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মশাল মিছিল হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সপ্তম ছায়ামঞ্চ থেকে একটি মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপরে সেখানে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। 

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোমা ডুমরির সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র ‍নৃ-গোষ্ঠীদের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পংকজ খক সী। তিনি বলেন, ‘আজকে পাহাড়ের জনগণরা শান্তিতে নিজের বাসায় থাকতে পারছে না, তাঁরা সব সময় শঙ্কায় থাকে কখন কারা এসে আবার মারধর করে কিংবা বাড়ি ঘরে আগুন দিয়ে দেয়। পাহাড়ে এই জিনিসগুলো নতুন না, যুগ যুগ ধরে এগুলো হয়ে আসছে। আমরা এই সবকিছুর বিচার চাই।’ 

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী বলেন, ‘পাহাড়ে দীর্ঘদিন ধরে যা হচ্ছে আমরা সমতলের বাঙালিরা সেটা ভাবতেও পারি না। বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীরা স্বাধীনতার এত বছর পরেও তাঁদের সাংবিধানিক অধিকার বুঝে পায়নি। আদিবাসীদের অধিকার নিশ্চিত না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতার কোনো মানে থাকে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত