Ajker Patrika

রাজবাড়ীতে গ্রামবাসীর হাতে ধরা পড়ল মেছো বিড়াল

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১৪: ২৭
Thumbnail image

রাজবাড়ীতে একটি মেছো বিড়াল ধরা পড়েছে স্থানীয় বাসিন্দাদের হাতে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাওগ্রামের ধানখেতে ধরা পড়ে মেছো বিড়ালটি। 

স্থানীয়রা জানায়, কৃষক আবজাল শেখ তাঁর জমিতে ধান কাটছিলেন। এ সময় তিনি ধানখেতে একটি প্রাণী দেখে বাঘ বাঘ বলে চিৎকার করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে মেছো বিড়ালটি ধরে শিকল দিয়ে বেঁধে রেখে বন বিভাগে খবর দেয়। খবর জানাজানি হওয়ার পর থেকেই এলাকার বিভিন্ন বাড়ির উৎসুক মানুষ ছুটে আসে। 

স্থানীয় বাসিন্দা মো. সাইদুল ইসলাম সাচ্চু বলেন, বাঘটা নিয়ে আমরা খুবই হিমশিম খাচ্ছি। একে দেখার জন‍্য শত শত মানুষ ভিড় করছে। অনেক শিশুও আসছে। এ জন্য প্রশাসনকে জানানো হয়েছে, তারা যেন দ্রুত এসে বাঘটি নিয়ে যায়। 

রাজবাড়ী জেলা বন কর্মকর্তা শেখ হুমায়ন কবির বলেন, স্থানীয়রা মেছো বাঘ বললেও আসলে এটি বাঘ নয়, এটি মেছো বিড়াল। মেছো বিড়ালের সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখমণ্ডল অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর। মেছো বিড়ালটি উদ্ধারের জন‍্য শনিবার একটি টিম পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত