Ajker Patrika

পা দিয়ে লিখে এইচএসসি পাস, হতে চান বিসিএস কর্মকর্তা

সাভার (ঢাকা) প্রতিনিধি
পা দিয়ে লিখে এইচএসসি পাস, হতে চান বিসিএস কর্মকর্তা

মা অন্যের বাড়িতে কাজ করে জোগান পড়াশোনার খরচ। জন্মের পর থেকেই দুটি হাত নেই সোনিয়ার। তারপরও অদম্য সোনিয়াকে রুখতে পারেনি কোনো বাধা। পা দিয়ে লিখেই সাভার সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪ দশমিক ৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। পড়ালেখা শেষে বিসিএস কর্মকর্তা বা কোনো সরকারি চাকরি করেই দেশের সেবা করতে চান সোনিয়া। 

আজ বুধবার সন্ধ্যায় সোনিয়ার পাসের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইমরুল হাসান।

নোয়াখালী জেলার মাইজদী থানার পূর্ব নূরপুর গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে সোনিয়া। মা আকলিমা বেগমের গ্রামের বাড়ি বরিশাল জেলার বন্দর থানার রায়পুরা গ্রামে। 

সোনিয়া ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ২৩ বছর আগে সাভারে আসেন শাহাদাত হোসেন ও আকলিমা বেগম। সাভারে ২০০২ সালে তাদের ঘরে শারীরিক অক্ষমতা নিয়ে জন্ম নেয় সোনিয়া। বর্তমানে সাভারের ব্যাংক কলোনি এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে বাবা মায়ের সঙ্গে ভাড়া থেকে লেখাপড়া করছেন সোনিয়া। বাবা শাহাদাত হোসেন বর্তমানে বেকার। মা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে সংসার চালান। ২৩ বছর যাবৎ ব্যাংক কলোনীর হোসেন মাতবরের বাড়িতে ভাড়া থাকেন তারা।  

সোনিয়া বলেন, ‘পড়ালেখা শেষ করে পরিবারের দায়িত্ব কাঁধে নিতে চাই। আমার স্বপ্ন লেখাপড়া শেষ করে বিসিএস কর্মকর্তা হব। না হলে সরকারি কোনো চাকরি করতে চাই।’

মায়ের সঙ্গে এইচএসসি পাস করা সোনিয়া। ছবি: আজকের পত্রিকাসোনিয়ার মা আকলিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘সোনিয়ার জন্ম থেকেই হাত নেই। একটি পা সেটিও তার ছোট। এমনিতেই দু-বেলা খাবার জোগাতে কষ্ট হয়। তার হাত না থাকলেও আমরা এই কষ্ট বুঝতে দিইনি। লেখাপড়ায় আগ্রহী করে তুলি। সোনিয়া নিজেও লেখাপড়া মন দিয়ে করে। অনেক কষ্ট করে পা দিয়ে লেখে সে। আর আমিও মানুষের বাসাবাড়িতে কাজ করে সোনিয়ার সব খরচ জোগানোর চেষ্টা করি। যদিও সোনিয়ার চাহিদা পূরণ করতে পারি না। মেয়েকে নিয়ে আমার পরিবার গর্বিত। আমরা তাকে কখনই বোঝা মনে করি না।’

সাভার সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইমরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সোনিয়া আমাদের গর্ব। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে বিশেষ চাহিদাসম্পন্ন সোনালি সন্তানেরা সর্বোচ্চ অগ্রাধিকার এবং মর্যাদা পাবে বলেই আমি বিশ্বাস করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত