অনলাইন ডেস্ক
ওয়ার্কশপের কাজ করতে গিয়ে হাত হারানো শিশু নাঈম হাসান নাহিদকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ না দেওয়ায় কারখানার মালিককে তলব করেছেন আপিল বিভাগ। তাঁকে আগামী ২১ এপ্রিল আদালতে হাজির করতে কিশোরগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক।
ওয়ার্কশপে কাজ করার সময় হাত হারায় ব্রাহ্মণবাড়িয়ার শিশু নাঈম হাসান। ওই ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে ২০২০ সালের ডিসেম্বরে নাঈমের বাবা আনোয়ার হোসেন রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৭ ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। গত বছরের ৩০ জানুয়ারি রুল নিষ্পত্তি করে রায় দেওয়া হয়।
হাইকোর্টের রায়ে নাঈমের নামে ব্যাংক হিসাবে ৩০ লাখ টাকা স্থায়ী আমানত করে দিতে কারখানা মালিক ইয়াকুব হোসেনকে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে উচ্চমাধ্যমিক পাস না করা পর্যন্ত শিশুটিকে প্রতি মাসে ৭ হাজার টাকা করে দিতে বলেন আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যান ইয়াকুব হোসেন। তবে আপিল বিভাগ গত বছরের ১৯ নভেম্বর হাইকোর্টের রায় বহাল রাখেন। এরপরও টাকা না দেওয়ায় আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়।
ভৈরবে ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত হারানোর ঘটনায় ২০২০ সালে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে নাঈমের বাবা কর্মহীন হয়ে পড়েন। ওই সময় বাধ্য হয়ে নাঈমকে কিশোরগঞ্জের ভৈরবের একটি ওয়ার্কশপের কাজে দেন তার মা-বাবা।
মালিকপক্ষ থেকে বলা হয়েছিল, তাকে দিয়ে চা এনে দেওয়ার কাজ করানো হবে। তবে পরবর্তী সময় মালিক তাকে দিয়ে ড্রিল মেশিন চালানোর কাজও করান। কাজ করতে গিয়ে শিশুটির ডান হাত মেশিনে ঢুকে যায়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে কনুই থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হয়।
ওয়ার্কশপের কাজ করতে গিয়ে হাত হারানো শিশু নাঈম হাসান নাহিদকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ না দেওয়ায় কারখানার মালিককে তলব করেছেন আপিল বিভাগ। তাঁকে আগামী ২১ এপ্রিল আদালতে হাজির করতে কিশোরগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক।
ওয়ার্কশপে কাজ করার সময় হাত হারায় ব্রাহ্মণবাড়িয়ার শিশু নাঈম হাসান। ওই ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে ২০২০ সালের ডিসেম্বরে নাঈমের বাবা আনোয়ার হোসেন রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৭ ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। গত বছরের ৩০ জানুয়ারি রুল নিষ্পত্তি করে রায় দেওয়া হয়।
হাইকোর্টের রায়ে নাঈমের নামে ব্যাংক হিসাবে ৩০ লাখ টাকা স্থায়ী আমানত করে দিতে কারখানা মালিক ইয়াকুব হোসেনকে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে উচ্চমাধ্যমিক পাস না করা পর্যন্ত শিশুটিকে প্রতি মাসে ৭ হাজার টাকা করে দিতে বলেন আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যান ইয়াকুব হোসেন। তবে আপিল বিভাগ গত বছরের ১৯ নভেম্বর হাইকোর্টের রায় বহাল রাখেন। এরপরও টাকা না দেওয়ায় আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়।
ভৈরবে ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত হারানোর ঘটনায় ২০২০ সালে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে নাঈমের বাবা কর্মহীন হয়ে পড়েন। ওই সময় বাধ্য হয়ে নাঈমকে কিশোরগঞ্জের ভৈরবের একটি ওয়ার্কশপের কাজে দেন তার মা-বাবা।
মালিকপক্ষ থেকে বলা হয়েছিল, তাকে দিয়ে চা এনে দেওয়ার কাজ করানো হবে। তবে পরবর্তী সময় মালিক তাকে দিয়ে ড্রিল মেশিন চালানোর কাজও করান। কাজ করতে গিয়ে শিশুটির ডান হাত মেশিনে ঢুকে যায়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে কনুই থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হয়।
রাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
২৫ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
২৬ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
৪০ মিনিট আগেঘটনাটি ঘটেছে নগরের বোয়ালিয়া থানা থেকে মাত্র প্রায় ৪০০ মিটার দূরে। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশা থামিয়ে পরিকল্পিতভাবে এই ছিনতাই করে।
১ ঘণ্টা আগে