মাদারীপুর প্রতিনিধি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী মিজানুর রহমান ফকিরের (৫২) বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। গতকাল দুর্নীতি দমন কমিশন মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বাদী হয়ে এই মামলা করেন। মামলায় ২৯ লাখ ৮৪ হাজার ৪৬২ টাকা মূল্যের সম্পদ গোপন রাখার কথা উল্লেখ করা হয়।
মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিজানুর রহমান ফকির মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে কর্মরত আছেন। তিনি মাদারীপুর পৌরসভার পাঠককান্দি এলাকার কিনাই ফকিরের ছেলে। এর আগে রাজৈর উপজেলা ভূমি অফিসে কর্মরত ছিলেন।
আরও জানা যায়, ২০২০ সালে মিজানুর রহমান ফকিরের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে। ওই সময় বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়। পরে বিষয়টি আমলে নিয়ে তাঁর প্রাপ্ত সম্পদের অনুসন্ধান শুরু করেন দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সাবেক উপসহকারী পরিচালক সৌরভ দাস। প্রাথমিকভাবে মিজানুর রহমান ফকিরের বিরুদ্ধে দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়ায় তাকে সম্পদ বিবরণীর নোটিশ দেওয়া হয়।
মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান তার দাখিল করা সম্পদ বিবরণীর নোটিশ পর্যালোচনা করেন। দাখিল করা সম্পদ বিবরণীতে তার নিজ নামে স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে ৩০ লাখ ১২ হাজার ৩৫৮ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখেছেন বলে উল্লেখ করা হয়। এ ছাড়াও তিনি ২৯ লাখ ৮৪ হাজার ৪৬২ টাকা মূল্যের সম্পদ গোপন রাখেন।
পরে ৮ আগস্ট মিজানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুমোদন দেয় দুদকের প্রধান কার্যালয়। চিঠি পাওয়ার পরে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়।
অভিযুক্ত মিজানুর রহমান ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কোনো অবৈধ সম্পত্তি নেই। তাই আমি এ ব্যাপারে আইনি লড়াই চালিয়ে যাবো।’
মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মিজানুর রহমান ফকিরের বিরুদ্ধে দুদকের মামলা দায়েরের বিষয়টি আমরা ইতিমধ্যেই শুনেছি। মামলার কপি হাতে পেলে মিজানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
মামলার বাদী ও দুদক মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, অবৈধভাবে সম্পদ অর্জনের তথ্য ও প্রমাণ পেয়ে মিজানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্ত শেষে শিগগিরই চার্জশিট জমা দেওয়া হবে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী মিজানুর রহমান ফকিরের (৫২) বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। গতকাল দুর্নীতি দমন কমিশন মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বাদী হয়ে এই মামলা করেন। মামলায় ২৯ লাখ ৮৪ হাজার ৪৬২ টাকা মূল্যের সম্পদ গোপন রাখার কথা উল্লেখ করা হয়।
মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিজানুর রহমান ফকির মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে কর্মরত আছেন। তিনি মাদারীপুর পৌরসভার পাঠককান্দি এলাকার কিনাই ফকিরের ছেলে। এর আগে রাজৈর উপজেলা ভূমি অফিসে কর্মরত ছিলেন।
আরও জানা যায়, ২০২০ সালে মিজানুর রহমান ফকিরের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে। ওই সময় বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়। পরে বিষয়টি আমলে নিয়ে তাঁর প্রাপ্ত সম্পদের অনুসন্ধান শুরু করেন দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সাবেক উপসহকারী পরিচালক সৌরভ দাস। প্রাথমিকভাবে মিজানুর রহমান ফকিরের বিরুদ্ধে দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়ায় তাকে সম্পদ বিবরণীর নোটিশ দেওয়া হয়।
মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান তার দাখিল করা সম্পদ বিবরণীর নোটিশ পর্যালোচনা করেন। দাখিল করা সম্পদ বিবরণীতে তার নিজ নামে স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে ৩০ লাখ ১২ হাজার ৩৫৮ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখেছেন বলে উল্লেখ করা হয়। এ ছাড়াও তিনি ২৯ লাখ ৮৪ হাজার ৪৬২ টাকা মূল্যের সম্পদ গোপন রাখেন।
পরে ৮ আগস্ট মিজানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুমোদন দেয় দুদকের প্রধান কার্যালয়। চিঠি পাওয়ার পরে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়।
অভিযুক্ত মিজানুর রহমান ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কোনো অবৈধ সম্পত্তি নেই। তাই আমি এ ব্যাপারে আইনি লড়াই চালিয়ে যাবো।’
মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মিজানুর রহমান ফকিরের বিরুদ্ধে দুদকের মামলা দায়েরের বিষয়টি আমরা ইতিমধ্যেই শুনেছি। মামলার কপি হাতে পেলে মিজানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
মামলার বাদী ও দুদক মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, অবৈধভাবে সম্পদ অর্জনের তথ্য ও প্রমাণ পেয়ে মিজানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্ত শেষে শিগগিরই চার্জশিট জমা দেওয়া হবে।
রাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে। তখনো তাঁর দেহে প্রাণ ছিল। প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ..
২ ঘণ্টা আগেঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ না হতেই আবার অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় যানবাহন।
২ ঘণ্টা আগেআসল দুধের সঙ্গে সোডা, পাম তেল, ডিটারজেন্ট, হাইড্রোজেন পার-অক্সাইডসহ বিভিন্ন উপাদান মিশিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরি করা হতো। সরবরাহ করা হতো স্থানীয় প্রাণ দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে। সেই দুধ চলে যেত রাজধানী ঢাকাসহ সারা দেশে।
২ ঘণ্টা আগেগ্রামীণ এলাকায় গড়ে তোলা হয়েছে মুরগির খামার। সেই খামারের গন্ধ ছড়িয়ে পড়ছে বসতবাড়িতে। এখানেই শেষ নয়, মুরগির বিষ্ঠা ফেলা হচ্ছে গ্রামের খালে। এতে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে জলাধারের পরিবেশ। এলাকাবাসী অভিযোগ করলে দেওয়া হচ্ছে হুমকি। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার পরও থামছে না পরিবেশদূষণ।
৩ ঘণ্টা আগে