নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচার শেষে ফেরার পথে এলোপাতাড়ি গুলি চালিয়ে তিন জনকে আহত করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা হয়েছে।
এরা হলেন- হামলার হোতা ফারুক হোসেন (৪০) ও তার সহযোগী কামরুল (৩৪)। গতকাল সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের মিডিয়া ও লিগ্যাল উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান।
মামলার এজাহারের তথ্য অনুযায়ী, গত রোববার রাত ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের যুগনী গ্রামে নৌকার প্রার্থী মামুনুর রশীদের সমর্থকদের মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী এমদাদুল হক ও সিয়াম গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাদের প্রথমে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুইটি গুলির খোসা (কার্তুজ) উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে আহত রোকনের বাবা বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করেছে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের কমান্ডার বলেন, ফারুক এর আগেও অস্ত্র মামলায় কারাভোগ করেছে। ঘটনার পর ফারুক সহযোগী কামরুলকে নিয়ে উত্তরায় আত্মগোপন করেন। কামরুলও নারী নির্যাতন মামলায় কারাভোগ করেছে।
খন্দকার আল মঈন বলেন, ‘আহত ও গ্রেপ্তারদের মধ্যে আগে থেকে আন্তঃকোন্দল ও আধিপত্য বিস্তারের জের ধরে এই সন্ত্রাসী কার্যক্রম করেছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচার শেষে ফেরার পথে এলোপাতাড়ি গুলি চালিয়ে তিন জনকে আহত করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা হয়েছে।
এরা হলেন- হামলার হোতা ফারুক হোসেন (৪০) ও তার সহযোগী কামরুল (৩৪)। গতকাল সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের মিডিয়া ও লিগ্যাল উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান।
মামলার এজাহারের তথ্য অনুযায়ী, গত রোববার রাত ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের যুগনী গ্রামে নৌকার প্রার্থী মামুনুর রশীদের সমর্থকদের মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী এমদাদুল হক ও সিয়াম গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাদের প্রথমে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুইটি গুলির খোসা (কার্তুজ) উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে আহত রোকনের বাবা বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করেছে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের কমান্ডার বলেন, ফারুক এর আগেও অস্ত্র মামলায় কারাভোগ করেছে। ঘটনার পর ফারুক সহযোগী কামরুলকে নিয়ে উত্তরায় আত্মগোপন করেন। কামরুলও নারী নির্যাতন মামলায় কারাভোগ করেছে।
খন্দকার আল মঈন বলেন, ‘আহত ও গ্রেপ্তারদের মধ্যে আগে থেকে আন্তঃকোন্দল ও আধিপত্য বিস্তারের জের ধরে এই সন্ত্রাসী কার্যক্রম করেছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
৪ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের প্রশ্ন প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) ভর্তি পরীক্ষা শেষে বিষয়টি জানা যায়।
১৩ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে আবারও গরম পেঁয়াজের বাজার। প্রতি কেজি পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৬০ টাকা দরে। গত হাটেও পেঁয়াজের দাম কেজিপ্রতি ছিল ৪০ টাকা। রসুন ছিল ১০০ টাকা কেজি এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। ক্রেতারা বলছে দাম কমার চেয়ে বৃদ্ধি পায় বেশি।
২২ মিনিট আগে‘বিচার এবং সংস্কার দৃশ্যমান করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কার সরকারকে দৃশ্যমান করতে হবে। এটির জন্য যেটুকু সময় পাওয়া প্রয়োজন, সরকার সে সময়টুকু পেতে পারে।’
৩৩ মিনিট আগে