Ajker Patrika

টাঙ্গাইলে নৌকার সমর্থকদের উপর এলোপাতাড়ি গুলি, র‍্যাবের হাতে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টাঙ্গাইলে নৌকার সমর্থকদের উপর এলোপাতাড়ি গুলি, র‍্যাবের হাতে গ্রেপ্তার ২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচার শেষে ফেরার পথে এলোপাতাড়ি গুলি চালিয়ে তিন জনকে আহত করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা হয়েছে।  

এরা হলেন- হামলার হোতা ফারুক হোসেন (৪০) ও তার সহযোগী কামরুল (৩৪)। গতকাল সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের মিডিয়া ও লিগ্যাল উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান।

মামলার এজাহারের তথ্য অনুযায়ী, গত রোববার রাত ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের যুগনী গ্রামে নৌকার প্রার্থী মামুনুর রশীদের সমর্থকদের মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী এমদাদুল হক ও সিয়াম গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাদের প্রথমে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুইটি গুলির খোসা (কার্তুজ) উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে আহত রোকনের বাবা বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করেছে। 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের কমান্ডার বলেন, ফারুক এর আগেও অস্ত্র মামলায় কারাভোগ করেছে। ঘটনার পর ফারুক সহযোগী কামরুলকে নিয়ে উত্তরায় আত্মগোপন করেন। কামরুলও নারী নির্যাতন মামলায় কারাভোগ করেছে।

খন্দকার আল মঈন বলেন, ‘আহত ও গ্রেপ্তারদের মধ্যে আগে থেকে আন্তঃকোন্দল ও আধিপত্য বিস্তারের জের ধরে এই সন্ত্রাসী কার্যক্রম করেছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশিরভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত