Ajker Patrika

ঢাকা-মাওয়া মহাসড়কে পিকআপ ভ্যানে বাসের ধাক্কা, আহত ১০ 

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসটির চালক ও হেলপারের অবস্থা গুরুতর। আজ মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছে, ঢাকা থেকে মাওয়াগামী ডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস শ্রীনগর ফেরিঘাট এলাকায় পৌঁছালে, সামনে থাকা একটি বালু বোঝাই ট্রাককে ওভারটেক গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় পেছন থেকে একটি পিকআপভ্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে বাসটির চালক ও হেলপার ছাড়া যাত্রীদের অবস্থা খুব একটা গুরুতর নয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত