Ajker Patrika

বুড়িগঙ্গায় ভেসে আসা মরদেহটি জাবির সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লবের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১২: ২৬
বুড়িগঙ্গায় ভেসে আসা মরদেহটি জাবির সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লবের

রাজধানীর কেরানীগঞ্জের পানগাঁও এলাকাসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। মরদেহটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবের (৫১) বলে দাবি পরিবারের। আজ রোববার সকালে পাগলা নৌ-ফাঁড়ির পরিদর্শক মোমেনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বিপ্লব নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ইলাশপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। বিপ্লব ঢাকার কেরানীগঞ্জে পরিবার নিয়ে থাকতেন।

নিহতের বোন শাশ্বতী বিপ্লব দাবি করে বলেন, গত সোমবার রাতে কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে যাওয়ার পথে নিখোঁজ হন বিপ্লব। নিখোঁজের আগে তাঁর মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ছিল কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকায়। তিনি জাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

নৌ-পুলিশ কর্মকর্তা মোমেনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার বিকেলে বুড়িগঙ্গা নদীর পশ্চিম প্রান্ত থেকে কচুরিপানায় জড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর পরনে ছিল সাদা ফতুয়া, জিনস প্যান্ট ও কালো মোজা। সংবাদ প্রকাশের রাত সাড়ে ১২টায় কেরানীগঞ্জ থানার পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করে। পরে মধ্যরাতে নিহতের পরিবার ভিক্টোরিয়া হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করে।’

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, সুরতহাল প্রতিবেদনে ভুক্তভোগীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছে। নিহতের চেহারা বিকৃত হয়ে গেছে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শেখ ফরহাদ বলেন, নিহতের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত