Ajker Patrika

শ্রীপুরে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১২: ১৪
শ্রীপুরে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এর আগে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করেন বিএনপির নেতা-কর্মীরা। 

আজ বুধবার সকাল পৌনে ৮টার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আসপাড়া মোড় থেকে বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ১ নম্বর সিঅ্যান্ডবি বাজারে এসে শেষ হয়। 

মিছিল শেষে একটি পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় অবরোধের সমর্থনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। 

শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করে রাখার খবরে আমরা স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এগিয়ে আসি। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।’ 

কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের নিয়ে অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল রাস্তায় অবস্থান নেয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ধাওয়া করতে এলে আমাদের নেতা-কর্মীরা পাল্টা ধাওয়া দেয়।’ 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজমুল করিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে ওরা (বিএনপির নেতা-কর্মী) পালিয়ে যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত