গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এর আগে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করেন বিএনপির নেতা-কর্মীরা।
আজ বুধবার সকাল পৌনে ৮টার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আসপাড়া মোড় থেকে বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ১ নম্বর সিঅ্যান্ডবি বাজারে এসে শেষ হয়।
মিছিল শেষে একটি পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় অবরোধের সমর্থনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করে রাখার খবরে আমরা স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এগিয়ে আসি। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।’
কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের নিয়ে অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল রাস্তায় অবস্থান নেয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ধাওয়া করতে এলে আমাদের নেতা-কর্মীরা পাল্টা ধাওয়া দেয়।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজমুল করিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে ওরা (বিএনপির নেতা-কর্মী) পালিয়ে যায়।’
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এর আগে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করেন বিএনপির নেতা-কর্মীরা।
আজ বুধবার সকাল পৌনে ৮টার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আসপাড়া মোড় থেকে বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ১ নম্বর সিঅ্যান্ডবি বাজারে এসে শেষ হয়।
মিছিল শেষে একটি পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় অবরোধের সমর্থনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করে রাখার খবরে আমরা স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এগিয়ে আসি। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।’
কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের নিয়ে অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল রাস্তায় অবস্থান নেয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ধাওয়া করতে এলে আমাদের নেতা-কর্মীরা পাল্টা ধাওয়া দেয়।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজমুল করিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে ওরা (বিএনপির নেতা-কর্মী) পালিয়ে যায়।’
গত বছরের ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে নেমে মৃত্যুবরণ করেন দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ সোহাদ হক। তারপর এক বছর চলে গেলেও এখনো তাঁর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে গত বছর সুইমিংপুল বন্ধ করে দেওয়া হয়।
১৪ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আমরণ অনশন কর্মসূচিতে আজ মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে এ তথ্য জানা গেছে। কুয়েটের শিক্ষকেরা একাধিকবার শিক্ষার্থীদের কাছে গিয়ে অনশন প্রত্যাহারের অনুরোধ জানালেও স
১৪ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের মধুবাজার এলাকার ৯তলার একটি বাড়ি থেকে পড়ে এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সোয়া ৩টার দিকে মধুবাজার, ১০-এ নম্বর রোডের বাসায় এই ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেআওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীর কোতোয়ালি থানায় করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১১ শিক্ষার্থীসহ ৭৫ জন। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. জাকির হোসেন অব্যাহতির এই আদেশ দেন।
১৯ মিনিট আগে