Ajker Patrika

কাশিমপুর নারী কারাগারের এক হাজতির মৃত্যু 

গাজীপুর প্রতিনিধি
কাশিমপুর নারী কারাগারের এক হাজতির মৃত্যু 

গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় নারী কারাগারে যমুনা বেগম (৩৫) নামের এক নারী হাজতি মারা গেছেন। আজ সোমবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকার মরণ মিয়ার স্ত্রী ও একই এলাকার আরব আলীর মেয়ে। কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগারের জেলার ফারহানা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। 

কারাগার সূত্রে জানা গেছে, মাদক মামলায় গ্রেপ্তার যমুনাকে গত শুক্রবার চিকিৎসার জন্য নরসিংদী থেকে কাশিমপুর নারী কারাগারে পাঠানো হয়। ওই দিনই তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে ওই দিন রাতে তাঁকে কারাগারে ফেরত আনা হয়। পরদিন শনিবার তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান। 

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার ফারহানা আক্তার জানান, ‘যমুনা বেগমের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত