Ajker Patrika

ইবিট লিও ইজতেমা ময়দানে

নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ৫০
Thumbnail image

বিশ্ব ইজতেমা ময়দানে এসেছেন মালয়েশিয়ায় ‘মানবতার ফেরিওয়ালা’ বলে খ্যাত আলোচিত সমাজকর্মী ইবিট লিও। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইজতেমা ময়দানের উত্তর পশ্চিম পাশে বিদেশিদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে তিনি মাগরিবের নামাজ আদায় করেছেন।

ইবিট লিও গতবারের ইজতেমার পর এবার দ্বিতীয় ধাপের ইজতেমার আয়োজনেও যোগ দিলেন। এর আগে তিনি তাঁর কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ সুন্দর।’

সন্ধ্যায় ইজতেমা ময়দানের বিদেশি খিত্তায় ইবিট লিওর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। লিও বলেন, ‘বাংলাদেশে এসেছি। বাংলাদেশকে ভালোবাসি। আখেরি মোনাজাতে অংশ নেব।’

 ইবিট লিওর পুরো নাম ইবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিও। মালয়েশিয়ার মুসলিম উদ্যোক্তা এবং ধর্মপ্রচারক হিসেবে তিনি বেশ পরিচিত। 

ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি ডা. রফিকুল ইসলাম বলেন, ইবিট লিও ময়দানে এসেছেন। তিনি আখেরি মোনাজাতে অংশ নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত