Ajker Patrika

উচ্চ আদালতে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১২: ০৮
উচ্চ আদালতে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু

করোনার প্রকোপ কমে যাওয়ায় দেড় মাস পর শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিচারকাজ শুরু হয়েছে। আজ রোববার সকাল ৯টায় আপিল বিভাগে এবং সকাল সাড়ে ১০টায় হাইকোর্ট বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়। 

এদিকে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হওয়ায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে উচ্চ আদালতের প্রাঙ্গণ। ভার্চুয়াল আদালত চলাকালে অনেকেই কোর্টে না এসেই তথ্যপ্রযুক্তির সাহায্যে বিচারকাজে অংশ নিতেন। 

দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। 

 ২০২০ সালের মার্চে সরকারঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে দেশের সব আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে ১১ মে দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়। সংক্রমণ কমতে থাকলে কিছু ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে নিম্ন আদালতের কার্যক্রম চালু করা হয়। পরে হাইকোর্টের কয়েকটি বেঞ্চেও শারীরিক উপস্থিতিতে বিচারিক কার্যক্রম চালু করা হয়। পাশাপাশি ভার্চুয়াল আদালতও চালু থাকে। গত বছরের ১ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত