Ajker Patrika

মারা গেছেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছাদেক

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৫: ৫০
Thumbnail image

নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক (৭০) মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা ধরনের অসুস্থতাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আবদুস ছাদেক। তিন-চার মাস আগে বেশি অসুস্থ হওয়ায় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে আজ বেলা ১১টার দিকে মারা যান।

আগামীকাল বুধবার আবদুস ছাদেকের প্রথম জানাজা উপজেলা পরিষদ মাঠে এবং দ্বিতীয় জানাজা নিজ বাড়ির পাশে আবেদা ফজলু মডেল উচ্চবিদ্যালয় মাঠে বেলা ৩টার দিকে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক ও শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক। আগামীকাল তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক ২০১৯ সালে বিদ্রোহী প্রার্থী হিসেবে রায়পুরা উপজেলা পরিষদের (বর্তমান) চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি দীর্ঘদিন যাবৎ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ থেকে চারবার চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন তিনি। আবদুস ছাদেকের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত