Ajker Patrika

শিবালয়ে ব্যবসায়ীর চোখ-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে টাকা লুট

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
শিবালয়ে ব্যবসায়ীর চোখ-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে টাকা লুট

মানিকগঞ্জের শিবালয়ে এক গরু ব্যবসায়ীর চোখে-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ৩ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। 

গতকাল সোমবার রাতে শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি সংযোগ সড়কের আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী আশোক আলী (৫৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি উপজেলার দরিকয়ড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে ও গরু ব্যবসায়ী। 

অভিযোগকারী ব্যবসায়ী বলেন, ‘সোমবার সন্ধ্যার পর ব্যবসার নগদ ৩ লাখ ৬০ হাজার টাকাসহ অটোরিকশায় পাটুরিয়া সড়কে ইছাইল গ্রামে যাচ্ছিলাম। পথে মোটরসাইকেলে আসা তিন দুষ্কৃতকারী যুবক অটোরিকশার গতিরোধ করে কিছু বুঝে ওঠার আগেই চোখে-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে কাছে থাকা টাকা লুটে সটকে পড়ে। স্থানীয় কয়েক জন আমার চিৎকারে এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।’ 

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ সরকার বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত এবং দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত