Ajker Patrika

অগ্নিকাণ্ড থেকে কেউ শিক্ষা নেয় না

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শাহিদউল্লাহ
আপডেট : ১০ জুলাই ২০২১, ১০: ৪৯
Thumbnail image

আগুন লাগলে আমরা তৎপর হই। তার আগেই আমাদের তৎপর হতে হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সবশেষ তথ্যে আমরা জেনেছি ৫২ জন মারা গেছে। সেখানে এত বড় একটা কারখানা, ফায়ারের ড্রিল কবে করা হয়েছে, সেটা দেখতে হবে। ঠিকভাবে করা হয়েছিল কি না, তা–ও দেখতে হবে।

যে পরিস্থিতি দেখছি, অগ্নিকাণ্ডের সময় শ্রমিকেরা জানত না কোথা দিয়ে তারা বের হবে। এ ছাড়া কারখানা নাকি তালাবদ্ধ ছিল। তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে ২০১২ সালে তখন একই অবস্থা হয়েছিল, তালাবদ্ধ ছিল কারখানা। যার কারণে বেশি মানুষের মৃত্যু হয়েছিল। কারখানা তালাবদ্ধ রাখা যাবে না–এ বিষয়ে গুরুত্ব দিয়েছিলাম। কারখানা তালাবদ্ধ রাখার কারণে এত মানুষের মৃত্যু, এটা ফৌজদারি অপরাধ। শ্রমিক নেতারা বেতন কমা–বাড়ানো নিয়ে আন্দোলন করেন। কিন্তু নিরাপত্তা নিয়ে কথা বলেন না।
রূপগঞ্জের কারখানাটি ছয়তলার বিল্ডিং ছিল। নিময় হচ্ছে, আগুন লাগলে সবাই ছাদে চলে যাবে। ছাদের গেট বন্ধ ছিল কি না, সেটাও দেখতে হবে। এটা খুব দুর্ভাগ্যজনক, আগুনে পুড়ে এত মানুষ মারা যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারখানার নিরাপত্তা নিয়ে তদন্ত করতে হবে। তদন্ত রিপোর্ট বাস্তবায়ন করতে হবে। দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। নইলে ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো যাবে না।

ফায়ার সার্ভিসে পাঁচ বছর ছিলাম। ওই সময় বড় ঘটনা ছিল তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড। তখন আমরা যে তদন্ত রিপোর্ট দিয়েছিলাম তা বাস্তবায়ন হয়নি। আমাদের দুর্বলতা হচ্ছে, তদন্তের পর সুপারিশ বাস্তবায়ন হয় না। এটা সত্য, আগে তদন্ত রিপোর্ট আসত না, এখন তো রিপোর্ট আসে। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, কিন্তু আমরা আগের ঘটনা থেকে শিক্ষা নিচ্ছি না। ফলে এর পুনরাবৃত্তি ঘটছে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শাহিদউল্লাহ
সাবেক মহাপরিচালক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তিন ছাত্রকে আটক করায় এসআই ক্লোজড, ওসির বিরুদ্ধে তদন্ত শুরু

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

থানায় হামলা করে আটকদের ছাড়িয়ে নিল ছাত্ররা, বদলির মুখে ওসি-এসআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত