নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কারিগরি শিক্ষার উন্নয়নে সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের মানোন্নয়ন ও শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (STEP) শীর্ষক প্রকল্পের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৭৭৭ জন শিক্ষক ৩৪ মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে এই শিক্ষকদের মধ্যে চরম হতাশা, ক্ষোভ ও পারিবারিক অস্থিরতা বিরাজ করছে। এই সংকট সমাধানে প্রধানমন্ত্রী বরাবর শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি রাজস্ব খাতে আত্তীকরণের দাবি জানানো হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন বীর মুক্তিযোদ্ধার সন্তানসহ ৭৭৭ জন শিক্ষকদের ৩৪ মাসের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি দ্রুত রাজস্ব খাতে আত্তীকরণের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনের আয়োজন করে আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কারিগরি শাখা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কারিগরি শাখার সভাপতি মো. সুমন হায়দার। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত সার-সংক্ষেপ এর আলোকে আইন মন্ত্রণালয়ের (STEP) প্রকল্প ও প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়ে সুস্পষ্ট মতামত থাকার পরেও, রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়ায় ধীর গতি এবং আমাদের বর্তমানে ৩৪ মাস যাবৎ বেতন-ভাতা বন্ধ।’
সুমন জানান, সরকার দেশের কারিগরি শিক্ষার হার ২০২০ সালে ২০ %,২০৩০ সালে ৩০% এবং ২০৪১ সালে ৫০% উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি বলেন, ‘১১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই শিক্ষকগণ দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের সম্পদে পরিণত হয়েছে। বিগত ১১ বছরে কারিগরি শিক্ষার হার এই শিক্ষকদের হাত ধরে ২% থেকে ১৭% এ উন্নীত হয়েছে।
সুমন আক্ষেপ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়া ধীর গতির কারণে শিক্ষকদের মনে চরম হতাশা বিরাজ করছে। তার ওপর ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ এর এপ্রিল পর্যন্ত ৩৪ মাস ধরে ৭৭৭ জন শিক্ষক বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে চরম অর্থ কষ্টে মানবেতর জীবন যাপন করছে। বেতনের অভাবে অনেকেই চিকিৎসা না করাতে পেরে মানসিক ও শারীরিক অসুস্থতা নিয়ে জীবন অতিবাহিত করছেন।
এই দুর্ভোগের অবসান ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে দ্রুত বকেয়া বেতন-ভাতা প্রদান ও চাকরি দ্রুত রাজস্ব খাতে আত্তীকরণের দাবিতে আগামী ৩০ এপ্রিল কারিগরি শিক্ষা অধিদপ্তর এর সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষার, বীর বিক্রম (মৃত) শাহ আলী আকন্দর সন্তান মো. মেহেদী হাসান প্রমুখ।
কারিগরি শিক্ষার উন্নয়নে সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের মানোন্নয়ন ও শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (STEP) শীর্ষক প্রকল্পের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৭৭৭ জন শিক্ষক ৩৪ মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে এই শিক্ষকদের মধ্যে চরম হতাশা, ক্ষোভ ও পারিবারিক অস্থিরতা বিরাজ করছে। এই সংকট সমাধানে প্রধানমন্ত্রী বরাবর শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি রাজস্ব খাতে আত্তীকরণের দাবি জানানো হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন বীর মুক্তিযোদ্ধার সন্তানসহ ৭৭৭ জন শিক্ষকদের ৩৪ মাসের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি দ্রুত রাজস্ব খাতে আত্তীকরণের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনের আয়োজন করে আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কারিগরি শাখা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কারিগরি শাখার সভাপতি মো. সুমন হায়দার। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত সার-সংক্ষেপ এর আলোকে আইন মন্ত্রণালয়ের (STEP) প্রকল্প ও প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়ে সুস্পষ্ট মতামত থাকার পরেও, রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়ায় ধীর গতি এবং আমাদের বর্তমানে ৩৪ মাস যাবৎ বেতন-ভাতা বন্ধ।’
সুমন জানান, সরকার দেশের কারিগরি শিক্ষার হার ২০২০ সালে ২০ %,২০৩০ সালে ৩০% এবং ২০৪১ সালে ৫০% উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি বলেন, ‘১১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই শিক্ষকগণ দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের সম্পদে পরিণত হয়েছে। বিগত ১১ বছরে কারিগরি শিক্ষার হার এই শিক্ষকদের হাত ধরে ২% থেকে ১৭% এ উন্নীত হয়েছে।
সুমন আক্ষেপ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়া ধীর গতির কারণে শিক্ষকদের মনে চরম হতাশা বিরাজ করছে। তার ওপর ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ এর এপ্রিল পর্যন্ত ৩৪ মাস ধরে ৭৭৭ জন শিক্ষক বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে চরম অর্থ কষ্টে মানবেতর জীবন যাপন করছে। বেতনের অভাবে অনেকেই চিকিৎসা না করাতে পেরে মানসিক ও শারীরিক অসুস্থতা নিয়ে জীবন অতিবাহিত করছেন।
এই দুর্ভোগের অবসান ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে দ্রুত বকেয়া বেতন-ভাতা প্রদান ও চাকরি দ্রুত রাজস্ব খাতে আত্তীকরণের দাবিতে আগামী ৩০ এপ্রিল কারিগরি শিক্ষা অধিদপ্তর এর সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষার, বীর বিক্রম (মৃত) শাহ আলী আকন্দর সন্তান মো. মেহেদী হাসান প্রমুখ।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৪ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৪ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৪ ঘণ্টা আগে