Ajker Patrika

এসেনসিয়াল ড্রাগসের ৪৭৭ কোটি টাকা লোপাট, অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৪: ৫৯
এসেনসিয়াল ড্রাগসের ৪৭৭ কোটি টাকা লোপাট, অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের 

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগসের ৪৭৭ কোটি টাকা লোপাটের ঘটনা অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অনুসন্ধান শেষে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে দুর্নীতি দমন কমিশনকে (দুদক)।

এসেনসিয়াল ড্রাগসের টাকা লোপাটসংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদন আমলে নিয়ে রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রতিষ্ঠানটিতে সরকারি অডিটে আর্থিক বড় দুর্নীতির চিত্র উঠে এসেছে বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ২০২০-২০২১ অর্থবছরের অডিট প্রতিবেদনে দেখা গেছে, ৩২টি গুরুতর অনিয়মে সরকারি ৪৭৭ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৩৭৮ টাকার আর্থিক ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটিতে। 

প্রতিবেদনে আরও বলা হয়, স্বাস্থ্য অডিট অধিদপ্তরের নিরীক্ষায় যেসব অনিয়ম ধরা পড়েছে তার মধ্যে আছে নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, ব্যবহৃত কাঁচামালের চেয়ে ওষুধ উৎপাদন কম দেখানো, সঠিক মাত্রায় কাঁচামাল ব্যবহার না করে গুণগত ওষুধ উৎপাদন না করা, কনডম প্রস্তুতে কাঁচামালের ঘাটতি, বনভোজনের নামে ভ্রমণভাতা, করোনাকালীন ক্যানটিন বন্ধ থাকলেও প্রাপ্যতা না হওয়া সত্ত্বেও কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের অনিয়মিতভাবে ক্যানটিনে ভর্তুকি প্রদানের নামে টাকা আত্মসাৎ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত