Ajker Patrika

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

প্রতিনিধি
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

টাঙ্গাইল: মির্জাপুরে বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদকাসক্ত ছেলেকে তিন মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কারাদণ্ড পাওয়া সনাতন সরকার জীবন (২৬) উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ্বরী গ্রামের দুলাল সরকারের ছেলে।

জানা গেছে, সনাতন সরকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের লোকজনের ওপর অত্যাচার করে আসছিলেন। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা দুলাল সরকার টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযোগ করেন। বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আবদুল্লাহ আল মামুন গাজেশ্বরী গ্রাম থেকে জীবনকে আটক করেন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের এক কর্মকর্তার অভিযোগে ভিত্তিতে মাদকাসক্ত এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত