Ajker Patrika

নারায়ণগঞ্জে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ২৫

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৫৭
নারায়ণগঞ্জে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ২৫

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পরিবহন থেকে চাঁদাবাজির সময় ২৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তাঁদের সঙ্গে থাকা বিপুল পরিমাণের চাঁদাবাজির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। 

আজ সোমবার র‍্যাব-১১-এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে। গতকাল রোববার নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রবেশমুখ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ারা হলেন—মো. জুয়েল আহমেদ (৩০), মো. শফিকুল ইসলাম (২৭), আব্দুর রহমান (৩০), মো. আশরাফ উদ্দিন (৪০), খলিল (৪০), মো. ওমর ফারুক (২৮), মো. ওমর ফারুক (৪০), হাসান মাসুম (৪০), মো. বিপ্লব খান (২৯), মো. ফরহাদ (২৮), মো. আসিফ (২১), মো. আতিকুর রহমান (৪৫) ও মারুফ হোসেন (২৮)। 

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মো. কবির হোসেন (২৮), রানা (৩০), মো. রাজিব (৩০), দিপু (১৯), মো. সাদ্দাম হোসেন (১৮), মো. সুমন খান লাল (৩২), আব্দুর রহমান মুন্না (৪০), মো. সোহেল (৩৫), আল আমিন (৩৫), মো. ইশবাল (৪৫), মো. রকিবুল হাসান (২৬) ও মো. রাসেল (২৫)। 

র‍্যাব জানায়, সম্প্রতি পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির কারণে অযৌক্তিক ও অস্বাভাবিকভাবে বাড়ছে নিত্যপণ্যের মূল্য। ফলে সড়ক ও মহাসড়কে এসব বাড়তি খরচের খেসারত দিতে হচ্ছে ক্রেতাদের। ফলে সবজির মৌসুমেও কমছে না সবজির দাম। তাই জনগণের সুবিধার্থে অভিযানে নেমে গ্রেপ্তার করে তাঁদের। পরে তাঁদের জিজ্ঞেস করলে স্বীকার করেন নারায়ণগঞ্জের প্রবেশমুখে বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজি করে আসছিলেন। তথাকথিত ইজারাদারদের নির্দেশে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে প্রতি রাতে বিভিন্ন এলাকায় রাস্তার ওপর অবস্থান নেন। অনেক ক্ষেত্রে তাঁরা চাঁদা আদায়ের রসিদও দিয়ে থাকেন। 

র‍্যাব আরও জানায়, মাঝেমধ্যে গাড়ির চালকেরা চাঁদাবাজদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গাড়ি ভাঙচুর, চালক ও সহযোগীকে মারধরসহ প্রাণনাশের হুমকি দেয়। মূলত এদের কাছে দূরপাল্লার পণ্যবাহী ট্রাকচালক ও ব্যবসায়ীরা জিম্মি। এই বাড়তি খরচের ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদি কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো ও ১২ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত