Ajker Patrika

গ্রাহকদের সঞ্চয়ের অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও

গ্রাহকদের সঞ্চয়ের অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও

গাজীপুরে ঋণ দেওয়ার কথা বলে এলাকার খেটে খাওয়া শতাধিক দিনমজুরের কাছ থেকে সঞ্চয় বাবদ প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেওয়ার অভিযোগ উঠেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) নামের একটি এনজিও’র বিরুদ্ধে। 

জানা যায়, শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পাথার পাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে অফিস সাজিয়ে আশপাশের নিম্নবিত্ত নারী-পুরুষ কাছ থেকে সঞ্চয় বাবদ বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেয় সিডিএসের কর্মকর্তারা। পরে গত রোববার বিকেলে গা ঢাকা দেয়। 

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রাহকের সংখ্যা শতাধিক। তাঁদের সঞ্চয় বইয়ের হিসেব অনুযায়ী কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) সরকারি রেজিস্ট্রেশন নম্বর এস ১০২৩২ (৭৯৫ / ২০১০। নিবন্ধিত ঠিকানা উত্তর রাজাসন, বিরুলিয়া রোড, সাভার-ঢাকা। 

ভুক্তভোগী সদস্য ফালানী বেগম বলেন, ‘৬০ থেকে ৭০ হাজার টাকা জমা রাখলে ৬ থেকে ৭ লাখ টাকা ঋণ দেবে এই আশায় ধারকর্জ করে সঞ্চয় জমা করেছিলাম। রোববার দুপুরে এসে দেখি অফিসে তালা দেওয়া, সাইনবোর্ড নেই।’ 

এই বিষয়ে বাড়ির মালিকের ভাই আব্দুল খালেক জানান, মাত্র চার দিন হয়েছে তারা এসেছে। আজকে বাড়ি ভাড়ার চুক্তি হওয়ার কথা ছিল কিন্তু এর আগেই তারা উধাও।

কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির অফিসের সামনে জড়ো হন ভুক্তভোগীরাএ বিষয়ে বক্তব্য নিতে কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি এসডিএসের অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। গ্রাহকদের সঞ্চয় বইয়ে এসডিএসের যে নম্বরটি দেওয়া হয়েছে সেটিতে যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়।

উপজেলা সমবায় অফিস জানায়, এই নামে তারা কোনো এনজিওকে রেজিস্ট্রেশন দেয়নি। কোথা থেকে তারা এই রেজিস্ট্রেশন পেয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’ 

তবে শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, ‘এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত