Ajker Patrika

ইউপি নির্বাচন: দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৮

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ০০
ইউপি নির্বাচন: দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৮

গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদসহ (ইউপি) ৬ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ মার্চ। বোড়াশী ইউপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আটজন আহত হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বোড়াশী ইউনিয়নের ভাঙ্গা ব্রিজের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

বোড়াশী ইউপি চেয়ারম্যান প্রার্থী এম এম মনির আহমেদ ননী অভিযোগ করে বলেন, ‘আমার সমর্থকেরা নির্বাচনী প্রচারণায় বের হন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিমন আহমেদের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে অন্তত আটজন আহত হন। 

চেয়ারম্যান প্রার্থী আরও বলেন, সংঘর্ষের পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বোড়াশী ইউপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গতকাল সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত