প্রতিনিধি
শিবচর (মাদারীপুর): ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পদ্মা উত্তাল হয়ে ওঠায় আজ বুধবার ভোর ছয়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, ইয়াসের প্রভাবে আজ ভোর থেকে ঝোড়ো বাতাস প্রবাহিত হওয়ায় পদ্মা নদী উত্তাল হয়ে উঠেছে। মাঝ পদ্মায় বড় বড় ঢেউ তৈরি হয়েছে। দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধের ১৪ ঘণ্টা পর ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সংশ্লিষ্টরা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবের গতকাল বিকেল থেকে নদী কিছুটা উত্তাল হয়ে উঠে। দুর্ঘটনা এড়াতে তখন লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পরে রাত দুইটার দিকে ডাম্প ফেরি বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া আজ ভোর ছয়টা থেকে রোরো, কেটাইপ ও মিডিয়ামসহ সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'কর্তৃপক্ষের নির্দেশে গতকাল বিকেল সাড়ে পাঁচটা থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।'
বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া) আহমদ আলী বলেন, 'পদ্মা উত্তাল থাকায় আজ ভোর থেকে সকল ফেরি চলাচল বন্ধ রয়েছে।'
শিবচর (মাদারীপুর): ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পদ্মা উত্তাল হয়ে ওঠায় আজ বুধবার ভোর ছয়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, ইয়াসের প্রভাবে আজ ভোর থেকে ঝোড়ো বাতাস প্রবাহিত হওয়ায় পদ্মা নদী উত্তাল হয়ে উঠেছে। মাঝ পদ্মায় বড় বড় ঢেউ তৈরি হয়েছে। দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধের ১৪ ঘণ্টা পর ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সংশ্লিষ্টরা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবের গতকাল বিকেল থেকে নদী কিছুটা উত্তাল হয়ে উঠে। দুর্ঘটনা এড়াতে তখন লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পরে রাত দুইটার দিকে ডাম্প ফেরি বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া আজ ভোর ছয়টা থেকে রোরো, কেটাইপ ও মিডিয়ামসহ সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'কর্তৃপক্ষের নির্দেশে গতকাল বিকেল সাড়ে পাঁচটা থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।'
বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া) আহমদ আলী বলেন, 'পদ্মা উত্তাল থাকায় আজ ভোর থেকে সকল ফেরি চলাচল বন্ধ রয়েছে।'
নেত্রকোনার মোহনগঞ্জে ধলাই নদে বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ডুবে যাওয়া ওই বাল্কহেডের ভেতর থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেচাঁদপুরের শাহরাস্তিতে মেহেরগোদা খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঠাকুর বাজার এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে দুটি ভবন ভেঙে দেওয়া হয়। এতে খালের স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার হয়।
১০ মিনিট আগেচট্টগ্রামের রাউজানে পাখি আকতার (৫৩) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া গ্রামে তাঁর বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
২০ মিনিট আগেনারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতা ও বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে নিজ বাসা থেকে আটক করা হয়। বুধবার (৬ আগস্ট) সকালে একটি বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
২১ মিনিট আগে