Ajker Patrika

ঘূর্ণিঝড় ইয়াস: উত্তাল পদ্মা, ফেরি চলাচল বন্ধ

প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২১, ১১: ০০
ঘূর্ণিঝড় ইয়াস: উত্তাল পদ্মা, ফেরি চলাচল বন্ধ

শিবচর (মাদারীপুর): ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পদ্মা উত্তাল হয়ে ওঠায় আজ বুধবার ভোর ছয়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ইয়াসের প্রভাবে আজ ভোর থেকে ঝোড়ো বাতাস প্রবাহিত হওয়ায় পদ্মা নদী উত্তাল হয়ে উঠেছে। মাঝ পদ্মায় বড় বড় ঢেউ তৈরি হয়েছে। দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধের ১৪ ঘণ্টা পর ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সংশ্লিষ্টরা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবের গতকাল বিকেল থেকে নদী কিছুটা উত্তাল হয়ে উঠে। দুর্ঘটনা এড়াতে তখন লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পরে রাত দুইটার দিকে ডাম্প ফেরি বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া আজ ভোর ছয়টা থেকে রোরো, কেটাইপ ও মিডিয়ামসহ সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'কর্তৃপক্ষের নির্দেশে গতকাল বিকেল সাড়ে পাঁচটা থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।'

বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া) আহমদ আলী বলেন, 'পদ্মা উত্তাল থাকায় আজ ভোর থেকে সকল ফেরি চলাচল বন্ধ রয়েছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত