নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিন ধরে সড়কে জমে থাকা পানি অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার ফতুল্লা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্টেশন রোড এলাকায় এই মানববন্ধন হয়।
এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা পানিতে নেমে প্রতিবাদ জানান। তারা অনতিবিলম্বে জলাবদ্ধতা সমস্যার সমাধান, নতুবা ফতুল্লাকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি জানান।
ভুক্তভোগীরা আজকের পত্রিকাকে বলেন, ‘পিলকুনি থেকে ফতুল্লা রেলস্টেশন মুখী সড়কে সারা বছরই পানি থাকে। শীত মৌসুমেও এখানে বর্ষা মৌসুমের মতো পানি। এক ফোটা বৃষ্টি না হলেও সড়কে পানি জমে থাকে বছরের পর বছর। বর্ষাকালে রাস্তায় পানির কারণে কোন যানবাহন চলাচল করতে পারে না। ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। অথচ স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও এমপিকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।
এ বিষয়ে স্থানীয় মেম্বার হাসমত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘রেলওয়ের ডাবল লাইন কাজের কারণে খালের কিছু অংশ বন্ধ হয়ে পানি প্রবাহে সমস্যা হচ্ছে। ভারী ট্রাক চলায় ড্রেনগুলো ভেঙে গেছে। এই কারণে পানি সরছে না। কয়েকবার ড্রেন পরিষ্কার করে চেষ্টা করলেও পানি সরানো যায়নি। এ জন্য উপজেলা থেকে বড় বরাদ্দ এনে সংস্কার করা দরকার।’
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক ও ড্রেন ভেঙে পড়ার কারণে রাস্তাটি পানিতে তলিয়ে গেছে। পানি সরিয়ে রাস্তা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া হবে।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিন ধরে সড়কে জমে থাকা পানি অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার ফতুল্লা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্টেশন রোড এলাকায় এই মানববন্ধন হয়।
এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা পানিতে নেমে প্রতিবাদ জানান। তারা অনতিবিলম্বে জলাবদ্ধতা সমস্যার সমাধান, নতুবা ফতুল্লাকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি জানান।
ভুক্তভোগীরা আজকের পত্রিকাকে বলেন, ‘পিলকুনি থেকে ফতুল্লা রেলস্টেশন মুখী সড়কে সারা বছরই পানি থাকে। শীত মৌসুমেও এখানে বর্ষা মৌসুমের মতো পানি। এক ফোটা বৃষ্টি না হলেও সড়কে পানি জমে থাকে বছরের পর বছর। বর্ষাকালে রাস্তায় পানির কারণে কোন যানবাহন চলাচল করতে পারে না। ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। অথচ স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও এমপিকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।
এ বিষয়ে স্থানীয় মেম্বার হাসমত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘রেলওয়ের ডাবল লাইন কাজের কারণে খালের কিছু অংশ বন্ধ হয়ে পানি প্রবাহে সমস্যা হচ্ছে। ভারী ট্রাক চলায় ড্রেনগুলো ভেঙে গেছে। এই কারণে পানি সরছে না। কয়েকবার ড্রেন পরিষ্কার করে চেষ্টা করলেও পানি সরানো যায়নি। এ জন্য উপজেলা থেকে বড় বরাদ্দ এনে সংস্কার করা দরকার।’
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক ও ড্রেন ভেঙে পড়ার কারণে রাস্তাটি পানিতে তলিয়ে গেছে। পানি সরিয়ে রাস্তা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া হবে।’
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩২ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩৪ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে