Ajker Patrika

ফরিদপুরে এক দিনের ব্যবধানে মণপ্রতি পেঁয়াজের দাম কমল ৮০০ টাকা

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৮: ১৬
ফরিদপুরে এক দিনের ব্যবধানে মণপ্রতি পেঁয়াজের দাম কমল ৮০০ টাকা

ফরিদপুরে নতুন পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় এবং ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দাম কমেছে। যা এক দিনের ব্যবধানে মণপ্রতি কমেছে প্রায় ৮০০ টাকা এবং কেজিপ্রতি কমেছে ৩০ থেকে ৪০ টাকা। 

আজ সোমবার জেলা সদরের মোমিনখার হাটে দেখা যায়, পাইকারি পর্যায়ে পেঁয়াজের মণ বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ টাকায়। যা আগের দিন রোববার ছিল ৪ হাজার ৬০০ থেকে ৪ হাজার ৭০০ টাকা। 

জেলা শহর ও কয়েকটি বাজারে দেখা যায়, খুচরা পর্যায়ে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা, দেশি পুরোনো পেঁয়াজ ১৬০ থেকে ১৭০ টাকা দরে এবং ইন্ডিয়ান পেঁয়াজ ১১০-১১৫ টাকা দরে। এসব বাজারে আগের দিনও মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ এবং দেশি পুরোনো পেঁয়াজ ২০০ টাকা পর্যন্ত। 

বৃষ্টির কারণে খেত থেকে আগাম জাতের পেঁয়াজ তুলতে দেরির পাশাপাশি ভারতের রপ্তানি বন্ধের খবরে দেশজুড়ে নিত্যপণ্যটির বাজারে অস্থিরতা দেখা দেয়। এ খবরে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করে। পাশাপাশি খেত থেকে মুড়িকাটা পেঁয়াজের আমদানি বাড়ায় ফরিদপুরে কমতে শুরু করেছে দাম। 

ফরিদপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে কৃষক পর্যায়ে আড়ত সদর উপজেলার মোমিনখার হাটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবরে পেঁয়াজের দাম কমে যায়। এ ছাড়া নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পণ্যটির দাম এখন নিম্নমুখী। 

তিনি আরও জানান, এদিন আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তাদের মধ্যে মোমিনখার হাটে পেঁয়াজের আড়তে মূল্যতালিকা ও পাকা ক্রয়-বিক্রয় রসিদ না থাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ-উল-মাহমুদ কর্তৃক মেসার্স নওশাদ ট্রেডার্সকে ১ হাজার টাকা এবং জেলা ভোক্তা অধিদপ্তরের কর্তৃক মেসার্স সেলিম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত