Ajker Patrika

জাবির সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা হত্যা: পুলিশের হাতে গ্রেপ্তার ১

সাভার (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হত্যা মামলার ৩ নম্বর আসামি এবং জাবির ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।

গতকাল শনিবার গভীর রাতে গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে রায়হানকে গ্রেপ্তার করা হয়। গাজীপুরে ফুপুর বাসায় অবস্থান করছিলেন তিনি। আজ রোববার সকাল ৮টার দিকে তাঁকে আশুলিয়া থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলার পর থেকে আসামিরা গা-ঢাকা দেন। গতকাল শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে গাজীপুরের হোতাপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, রাতে অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ড চেয়ে তাঁকে দুপুরে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় উপস্থিত বিক্ষুব্ধ কয়েকজন তাঁকে মারধর করে প্রক্টর অফিস নিয়ে যায়। প্রক্টরিয়াল বডি তাঁকে পুলিশের কাছে সোপর্দ করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তাঁর মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে আশুলিয়া থানায় তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিহত শামীম মোল্লা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর বিরুদ্ধে গত ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত